ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

এইবার স্লেজিংয়ের শিকার আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৭ ১৩:৪৮:০৩
এইবার স্লেজিংয়ের শিকার আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ

এই ম্যাচে নিজের পুরোনো ঠিকানায় ফেরেন এমিলিয়ানো মার্টিনেজ। লন্ডনের মাঠটিতে ফেরার পর সমর্থকদের কাছ থেকে অবশ্য ভালো কিছু পাননি তিনি। বরং তাকে রীতিমতো উত্তপ্তই করেছেন আর্সেনাল সমর্থকরা। দীর্ঘদিন এই ক্লাবটিতে ছিলেন মার্টিনেজ।

খেলা চলাকালীন নিজেদের সাবেক গোলরক্ষকের সঙ্গে বর্তমান গোলরক্ষক এরন রামাসডালের সঙ্গে তুলনা করে চিৎকার করেন আর্সেনাল সমর্থকরা। চলতি মৌসুমেই যিনি শেফিল্ড ইউনাইটেড থেকে যোগ দিয়েছেন আর্সেনালে।

আর্সেনালের বিপক্ষে অ্যাস্টন ভিলা ১-০ গোলে পিছিয়ে যাওয়ার পর এমিরেটস স্টেডিয়ামের দর্শকরা বলেন, ‘তুমি এরন রামাসডালের মতো না’, ‘সে তোমার চেয়ে ভালো।’ এমন চিৎকার শোনা গিয়েছে টিভি ক্যামেরাতেও। সুযোগ পেয়ে মার্টিনেজকে ক্ষেপিয়েছেন আর্সেনাল সমর্থকরা। তবে ভীষণ আগ্রাসী এই আর্জেন্টাইন গোলকিপারও নিশ্চয়ই জবাব দিতে মুখিয়ে থাকবেন!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ