ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

বিসিবির কারনেই এখন দল সাজানোই কঠিন হয়ে পড়েছে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ৩১ ২২:৩৩:২৭
বিসিবির কারনেই এখন দল সাজানোই কঠিন হয়ে পড়েছে

তবে তার আগে যে ব্যাপারটা বেশি ভাবাচ্ছে সেটি দল সাজানো নিয়ে। রিজার্ভ বেঞ্চে একজনসহ মোট ১৬ সদস্য নিয়ে বিশ্বকাপ খেলতে আসা দল এখন পরিণত হয়েছে ১৪ জনে। মূল পর্বের দ্বিতীয় ম্যাচ শেষে অল-রাউন্ডার সাইফউদ্দিনের ছিটকে পড়ায় রিজার্ভ থেকে নেয়া হয় পেসার রুবেল হোসেনকে।

উইকেট রক্ষক নুরুল হাসান সোহান চোট নিয়েই খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। তবে ব্যথা বেড়ে যাওয়ায় উইন্ডিজ ম্যাচে থাকতে হয়েছে বিশ্রামে। শেষ পর্যন্ত সাকিব আল হাসানও বাদ পড়েছেন দল থেকে হ্যামষ্ট্রিং ইনজুরির কারণে।

১৪ সদস্যের দলে পরিণত হওয়া দলটা এখন মূলত ১৩ জনের। কেন না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সোহানের খেলা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।

রুবেলের সঙ্গে ওমান পর্ব শুরুর আগে রিজার্ভ বেঞ্চে ছিলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। অজানা কারণে তাকেও ফেরত পাঠানো হয় দেশে। তাই সাকিবের বিকল্প হিসেবে এই মুহূর্তে কাউকে নেওয়ার সুযোগ নেই। এর কারণ অবশ্য জৈব-সুরক্ষা বলয়।

অতিরিক্ত আর কেউ জৈব সুরক্ষা বলয়ে না থাকায় দলে নেয়ারও আর সুযোগ নেই। যদি আইসিসির দেয়া কোভিড প্রটোকল অনুযায়ী সুরক্ষা বলয়ের বাইরে থেকে কাউকে দলে নিতেই হয় সেক্ষেত্রে ওই খেলোয়াড়কে কোয়ারেন্টিনে থাকতে হবে ছয়দিন। অথচ এর আগেই শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

দল যখন ১৩ সদস্যে পরিণত হয়েছে তখন আগামী দুই ম্যাচে ভারসাম্যপূর্ণ একাদশ গড়াই কঠিন হয়ে গেল। সাইফউদ্দিনের না থাকাটা খুব বেশি না ভাবালেও সাকিব আল হাসানের বাদ পড়ায় একাদশ সাজানোই এখন কষ্টকর হয়ে পড়েছে। সাকিব যেখানে ব্যাটে-বলে দুইজনের কাজ সামলান সেখানে অধিনায়ককে এখন একজন বোলার বা ব্যাটসম্যান নিয়ে নামতে হবে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে।

সাকিব না থাকায় এখন একাদশে নিতে হবে গত ম্যাচে না খেলা নাসুম আহমেদ, শামীম হোসেন কিংবা রুবেল হোসেনকে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম যেমনটা বলছিলেন, "সাকিব দলে থাকলে একরকম আর না থাকলে আরেক রকম ভাবে দল সাজাতে হবে। দুইটা স্পিনার তো আমাদের লাগবেই। এখন যেহেতু সাকিব নেই তাহলে মেহেদী হাসানের সঙ্গে নাসুম আহমেদকে খেলাতেই হবে। এ ছাড়া কোনও বিকল্প নেই।"

"বিসিবি চাইলে এখানে একজন অলরাউন্ডারও রাখতে পারতো। যেহেতু সুযোগ ছিল। এখন তাহলে আর কোনও সমস্যায় পড়তে হতো না।" যোগ করেন নাজমুল আবেদীন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ