ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

স্বপ্নেও যা কল্পনা করেনি সেটাই ঘটলো নিউজিল্যান্ডের সাথে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০১ ১৫:১৭:৪৯
স্বপ্নেও যা কল্পনা করেনি সেটাই ঘটলো নিউজিল্যান্ডের সাথে

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ট্রেন্ট বোল্ড-টিম সাউদিদের বোলিং তোপে কোনো রকমে একশ পার হয় বিরাট কোহলির দল। ১১১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৩ বল হাতে রেখে আট উইকেটের সহজ জয় পায় নিউজিল্যান্ড।

ভারতের বিপক্ষে কিউইরা এমন সজহ জয় পাবে, তা ম্যাচের আগে তারা ভেবেছিল কি না এমন প্রশ্নের জবাবে সোধি বলেন, ‘একদমই না। আপনি ভারতের মতো বিশ্বমানের দলের সঙ্গে ম্যাচ খেলছেন। তারা গত কয়েক বছর ধরে আমাদের বিপক্ষে দুর্দান্ত খেলছে।’

এই কিউই স্পিনার আরও বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি বিশেষ জয়। পাকিস্তানের বিপক্ষে কঠিন হারের পর, দলের সবাই ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। ভারতের মতো দলের বিপক্ষে জয় আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।’

ভারতের ইনিংসের শুরুর দিকেই দুর্দান্ত বোলিং করে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে নিউজিল্যান্ড। যেখনে বড় অবদান সাউদি-বোল্ট জুটির। শুধু এই ম্যাচে নয় বেশ কয়েক বছর ধরেই নতুন বলে কিউইদের বড় ভরসার জায়গা এই অভিজ্ঞ জুটি।

সোধি বলেন, ‘বোল্ট এবং সাউদি নতুন বলে দারুণ বোলিং করেছে। তারা অনেক বছর দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করছে। তারা দলের বাকি বোলারদের জন্য কাজটা সহজ করে দেয়।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ