ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

বাবর-রিজওয়ানের সেঞ্চুরি জুটিতে নামিবিয়াকে বিশার রানের টার্গেট দিল পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০২ ২২:১১:২৩
বাবর-রিজওয়ানের সেঞ্চুরি জুটিতে নামিবিয়াকে বিশার রানের টার্গেট দিল পাকিস্তান

পাকিস্তানের এক ওপেনিং জুটিই প্রতিপক্ষকে নাকাল করে ছাড়ছে। বাবর-রিজওয়ান এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয় এনে দিয়েছিলেন দলকে।

ওই ম্যাচে তারা অবিচ্ছিন্ন ছিলেন ১৫২ রানে। দুই ম্যাচ বিরতি দিয়ে আরও একটি শতরানের জুটি বের হয়ে এলো বাবর-রিজওয়ানের উইলো থেকে।

নামিবিয়ার বিপক্ষে আবুধাবিতে আজ (মঙ্গলবার) টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। বাবর-রিজওয়ান ৮৬ বল খেলে ওপেনিং জুটিতেই তোলেন ১১৩ রান।

শেষ পর্যন্ত ১৫তম ওভারে এসে এই জুটিটি ভাঙেন ডেভিড ওয়াইজ। তুলে মারতে গিয়ে বাবর ধরা পড়েন ডিপমিডউইকেটে। ৪৯ বলে পাকিস্তান অধিনায়কের ৭০ রানের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির মার।

পরের ওভারেই আরও এক উইকেট তুলে নেয় নামিবিয়া। জ্যান ফ্রাইলিংকের বলে ফাখর জামান ব্যাট ছুইঁয়ে দিলে বল ছুটে যাচ্ছিল উইকেটরক্ষকের পাশ দিয়ে, এক হাতে দুর্দান্ত এক ক্যাচ নেন নামিবিয়ান উইকেটরক্ষক জ্যান গ্রিন।

তবে ৪০ বলে একটা সময় ৪৪ রানে থাকা রিজওয়ান এরপর অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। পরের ১০ বল খেলে ৩৫ রান তুলেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। এর মধ্যে নামিবিয়ান পেসার জে স্মিটের করা ইনিংসের শেষ ওভারটিতে চার বাউন্ডারি আর এক ছক্কায় একাই তোলেন ২৪ রান।

৫০ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় রিজওয়ান অপরাজিত থাকেন ৭০ রানে। মোহাম্মদ হাফিজও শেষের চাহিদা মিটিয়েছেন অভিজ্ঞতা কাজে লাগিয়ে। ১৬ বলে ৫ চারের সাহায্যে হার না মানা ৩২ রান করেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ