ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এইমাত্র শেষ হলো ভারত ও আফগানিস্তানের মধ্যকার টস, দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৩ ১৯:৩৮:৪৩
এইমাত্র শেষ হলো ভারত ও আফগানিস্তানের মধ্যকার টস, দেখেনিন একাদশ

আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় ভারত-আফগানিস্তানের লড়াই শুরু হবে। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী।

ভারতকে সেমিফাইনালে খেলতে হলে গ্রুপ পর্বে শেষ তিন ম্যাচ জিততে তো হবেই, সেই সঙ্গে এই গ্রুপে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের হারও কামনা করতে হবে।

ভারত চাপে থাকলেও ৩ ম্যাচে ২ জয়ে সেমিফাইনালের পথে বেশ ভালোভাবেই টিকে আছে আফগানরা। এই ম্যাচে বিধ্বস্ত ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ চারের দ্বারপ্রান্তে পৌঁছাতে চায় আফগানরা।

এখন পর্যন্ত টি-২০তে দু’বার মুখোমুখি হয়েছিলো ভারত ও আফগানিস্তান। দু’বারই বিশ্বকাপের মঞ্চে। ২০১০ ও ২০১২ সালে। আর দু’বারই জয় পেয়েছে ভারত।

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শারদুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, এবং মোহাম্মদ সামি।

আফগানিস্তান: মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, হাসমতউল্লাহ শাহিদী, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমেদ মালিক, নবীন উল হক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ