ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

কোহলির রেকর্ডটিও নিজের করে নিলেন রিজওয়ান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৩ ২০:৩৪:৪৭
কোহলির রেকর্ডটিও নিজের করে নিলেন রিজওয়ান

২ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগে র‍্যাংকিংয়ে রিজওয়ান ছিলেন ৭ নম্বরে। আবুধাবিতে খেলতে নেমেই বাবর আজমের সঙ্গে ১৪.২ ওভারে ১১৩ রানের রেকর্ড ভাঙার জুটি গড়েছিলেন রিজওয়ান।

সেই সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে ৫০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন রিজওয়ান। যে কারণে ৭ নম্বর থেকে সোজা উঠে এলেন ৪ নম্বরে। পাকিস্তানি উইকেটরক্ষকের রেটিং এখন ৭৩১।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ফিফটি করে চার নম্বরে ছিলেন কোহলি; কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে এক অংকের ঘরে আউট হয়ে একধাপ নেমে পাঁচ নম্বরে এখন ভারতীয় অধিনায়ক। বিরাট কোহলির রেটিং পয়েন্ট এখন ৭১৪।

মঙ্গলবার অবশ্য কোহলিকে আরও একটি দিক দিয়ে ছাড়িয়ে গেছেন রিজওয়ান। পাকিস্তানি উইকেটরক্ষকের গড় এখন ৫২.৬৬। ভারতীয় অধিনায়কের গড় ৫২.০১।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ