ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

ভারতের রানে পাহাড়ে চাপা পড়লো আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৩ ২১:৫৮:৪৬
ভারতের রানে পাহাড়ে চাপা পড়লো আফগানিস্তান

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন রোহিত-রাহুল। চার-ছক্কায় মাঠ গরম করতে থাকেন তারা। পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান তোলে ভারত।

রানের সেই চাকা দ্রুতগতিতে চলেছে পরেও। ৩৭ বলে হাফসেঞ্চুরি তুলে নেন রোহিত, রাহুলের ফিফটি করতে লাগে আরও দুই বল কম।

৮৯ বলে ১৪০ রানের ভয়ংকর সেই ওপেনিং জুটিটি অবশেষে ভাঙে ইনিংসের ১৫তম ওভারে। করিম জানাতকে শট খেলতে গিয়ে এক্সট্রা কভারে মোহাম্মদ নবির সহজ ক্যাচ হন রোহিত। ৪৭ বলে গড়া ভারতীয় ওপেনারের ৭৪ রানের ইনিংসে ছিল ৮ বাউন্ডারি আর ৩ ছক্কার মার।

এক ওভার পর আরেক ওপেনার লোকেশ রাহুলও সাজঘরে ফেরেন। ৪৮ বলে ৬ চার, ২ ছক্কায় ৬৯ রান করে গুলবাদিন নাইবকে স্কুপ করতে গিয়ে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার।

তবে বাকি সময়টায় তাণ্ডব অব্যাহত রাখেন রিশাভ পান্ত আর হার্দিক পান্ডিয়া। ২১ বলে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। পান্ডিয়া ১৩ বলে ৩৫ আর পান্ত ১৩ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২১০/২ ( ওভার ২০) রোহিত ৭৪, রাহুল ৬৯, পান্ডিয়া ৩৫*, পান্ট ২৭*

জয়ের জন্য আফগানিস্তানকে করতে হবে ২০ ওভারে ২১১ রান

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ