ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

ভগ্নাংশের হিসাবে সাকিবকে হারালো নাবি, র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৩ ২২:২৩:৪০
ভগ্নাংশের হিসাবে সাকিবকে হারালো নাবি, র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি

সাকিবের অবনতিতে শীর্ষেস্থান দখলে নিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবি। এই দুইজনের রেটিং পয়েন্ট সমান ২৭১। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ৩৬ বছর বয়সী ক্রিকেটার।

হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব। মূল পর্বের তিন ম্যাচে ব্যাট হাতে ২৩ রানের পাশাপাশি বাঁহাতি অর্থোডক্স স্পিনে নিয়েছেন ২ উইকেট। তবে কোয়ালিফায়িং রাউন্ডে সাকিবের পারফরমেন্স বেশ ভালো ছিল।

শুধু সাকিবই নয়, দলগত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও অবনতি হয়েছে। সুপার টুয়েলভে নিজেদের প্রথম চার ম্যাচের প্রতিটাতেই হেরেছে লাল সবুজরা। ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে আট থেকে নয়ে নেমে এসেছে টাইগাররা। সমান রেটিং নিয়ে আট নম্বরে আছে কাইরন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ। শীর্ষস্থানে থাকা ইংল্যান্ডের নামের পাশে শোভা পাচ্ছে ২৭৯ রেটিং পয়েন্ট।

দুই নম্বরে অবস্থান করছে পাকিস্তান। বাবর আজমের দলের সংগ্রহ ২৬৫ রেটিং। মূল পর্বে প্রথম দুই ম্যাচ হেরে এক ধাপ পিছিয়ে তিনে অবস্থান করছে বিরাট কোহলির ভারত। এরপরের স্থানগুলোতে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।

দক্ষিণ আফ্রিকার তাবরাইজ সামসিকে পেছেন ফেলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার লেগ স্পিনারের রেটিং ৭৭৬। ৮৩৪ রেটিং নিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ