ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে নামিবিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড,দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৫ ১৫:৪১:৩১
সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে নামিবিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড,দেখেনিন একাদশ

শেষ চার নিশ্চিতে সুপার টুয়েলভে গ্রুপ-২এ নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না নিউজিল্যান্ড। অন্য দিকে সুপার টুয়েলভে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও বড় দলগুলোর বিপক্ষে এখনও আপসেট ঘটাতে পারেনি প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে নামা নামিবিয়া। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে মরিয়া তারা।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে তারা। আর গতকাল তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি কিউইদের।

৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে জিতলে অনায়াসে সেমিতে খেলবে তারা।

বাছাই পর্বে চমক দেখিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে সুযোগ করে নিয়ে ইাতহাস গড়ে নামিবিয়া। প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপে খেলতে নেমেই দ্বিতীয় রাউন্ডে পা রাখে।

সুপার টুয়েলভেও নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারায় নামিবিয়া। কিন্তু পরের দুই ম্যাচে শক্তিশালী আফগানিস্তান ও পাকিস্তানের কাছে হেরে যায় তারা। তবে এখনও বড় কোন দলের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি নামিবিয়া।

টি-২০ তে কখনও নিউজিল্যান্ডের মুখোমুখি হয় নামিবিয়া।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, এডাম মিলনে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

নামিবিয়া দল: গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বিরকেস্টোক, মিচাও ডুপেরেজ, জন ফ্র্যাইলিঙ্ক, জানে গ্রিন, নিকোল লফি এটন, বার্নার্ডো স্কল, বেন সিকাঙ্গো, জেজে স্মিথ, রুবেন ট্রাম পেলমান, মিচেল ভ্যান লিনগেন, ডেভিড ওয়াইস, ক্রেইগ উইলিয়ামস এবং পিক্কি ইয়া ফ্রান্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ