ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না সাইফউদ্দিননের শঙ্কামুক্ত সোহান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৫ ১৬:৩৩:২৯
পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না সাইফউদ্দিননের শঙ্কামুক্ত সোহান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এই ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। যদিও শঙ্কামুক্ত থাকছেন নুরুল হাসান সোহান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের হয়ে ৪ ম্যাচ খেলে ৫টি উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। বাছাই পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ২১ রানে ২ উইকেট নিয়েছিলেন। যা এবারের আসরে তাঁর সেরা বোলিং ফিগার।

এ ছাড়া ব্যাট হাতেও সেদিন অপরাজিত ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেছিলেন সাইফউদ্দিন। স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৫ রানে অপরাজিত ছিলেন তিনি।

প্রথম তিন ম্যাচে ভালো বোলিং করলেও শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন সাইফউদ্দিন। লঙ্কানদের বিপক্ষে ১ উইকেট নিলেও ৩৮ রান দিয়েছিলেন তিনি। ইনজুরির কারণে টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়েও খেলা হচ্ছে না ২৪ বছর বয়সী এই অলরাউন্ডারের।

এদিকে সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগের দিন ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন ‍নুরুল হাসান সোহান। ইংল্যান্ডের বিপক্ষে খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের।

ইনজুরি থেকে সেরে না ওঠায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলা হয়নি সোহানের। ব্যাট হাতে সময়টা অবশ্য ভালোও যাচ্ছিল না তাঁর। বিশ্বকাপের বাছাই পর্বে ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামি ১৯, ২০ এবং ২২ নভেম্বর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ