ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এইমাত্র শেষ হলো ভারত ও স্কটল্যান্ডের মধ্যকার টস, দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৫ ১৯:৩৯:২৪
এইমাত্র শেষ হলো ভারত ও স্কটল্যান্ডের মধ্যকার টস, দেখেনিন একাদশ

দুবাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে চলমান টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মত জয়ের স্বাদ নিতে পারে ভারত। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে টিম ইন্ডিয়া।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিলো ভারত। ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হারে তারা। ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপে এটাই ছিল পাকিস্তানের কাছে ভারতের প্রথম হার।

পাকিস্তানের কাছে হারের পর নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয় ভারত। নিউজিল্যান্ডের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে ভারতের ব্যাটাররা। বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ মাত্র ১১০ রান তুলতে পারে। পরে সেই ম্যাচ ৮ উইকেটে হারে ভারত।

প্রথম দুই ম্যাচ হেরে সেমিফাইনালের পথ তো কঠিন করেছেই, সেই রান রেটেও পিছিয়ে পড়ে ভারত। সেমিতে খেলতে হলে বাকী সবগুলো ম্যাচে জিততে হবে, রান রেটে বাড়াতে হবে এবং অন্যান্য দলের হারের কামনা করতে হবে।

অন্যদিকে বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও সুপার টুয়েলভে এখন পর্যন্ত ব্যর্থ স্কটল্যান্ড। আফগনিস্তানের কাছে ১৩০ রানে, নামিবিয়ার কাছে ৪ উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ১৬ রানে হারে তারা। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চান স্কটিশ খেলোয়াড়রা।

এখন পর্যন্ত টি-২০তে একবারই দেখা হয়েছে ভারত ও স্কটল্যান্ডের। ২০০৭ সালে প্রথম আসরে ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়।

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শারদুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, এবং মোহাম্মদ সামি।

স্কটল্যান্ড: কাইল কোয়েৎজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন, ডিলান বুজ, ম্যাথিউ ক্রস, জস ডেভি, অ্যালি ইভান্স, ক্রিস গ্রীভস, মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলিওড, জর্জ মুন্সি, সাফিয়ান শরীফ, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ