ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এইমাত্র শেষ হলো ভারত বনাম স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৫ ২২:৪৩:৫২
এইমাত্র শেষ হলো ভারত বনাম স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কোহলী। দ্রুত স্কটল্যান্ডকে ফেরানোর কথা বলেছিলেন তিনি। সেটাই করলেন যশপ্রীত বুমরারা। তিনটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং রবীন্দ্র জাডেজা। দু’টি উইকেট নেন বুমরা। একটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৮৫ রানে শেষ হয়ে যায় স্কটল্যান্ড।

সেই রান তোলার জন্য কোনও চিন্তার কারণ ছিল না রোহিত শর্মাদের কাছে। লক্ষ্য ছিল নেট রানরেট বাড়িয়ে নেওয়া। সেটাই করলেন রোহিত (১৬ বলে ৩০ রান) এবং লোকেশ রাহুল (১৯ বলে ৫০ রান)। ৫ ওভারেই ৭০ রান তুলে ম্যাচ পকেটে ভরে নেন তাঁরা। যদিও দু'জনের কেউই শেষ অবধি থাকতে পারলেন না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ