ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

রফিকের সাথে বর্ণবাদী আচরণ করাই বিবিসি থেকে বিতাড়িত হলেন মাইকেল ভন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৬ ১২:১১:১৮
রফিকের সাথে বর্ণবাদী আচরণ করাই বিবিসি থেকে বিতাড়িত হলেন মাইকেল ভন

ভনের বিরুদ্ধে নাম অকাশ্রিত দুই জন ক্রিকেটার অভিযোগ করেছেন, ইয়র্কশায়ারে থাকাকালীন ২০০৯ সালে বর্ণবাদী মন্তব্য করতেন ভন। এশিয়ান ক্রিকেটারদের সাথেই এমন আচরণ করতেন তিনি। যদিও ভন এইসব অভিযোগ অস্বীকার করছেন। রফিকের সাথে বর্ণবাদী আচরণ হয়েছে সেটি স্বীকার করলেও নিজের দোষ মানতে নারাজ ভন।

ভন অস্বীকার করার পরে আবার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার রানা নাভিদ উল হাসান। রফিক অভিযোগ করার পরে রানাও মুখ খুলেছিলেন। এবার তিনি অভিযোগ করলেন, ভনকে বর্ণবাদী মন্তব্য করতে তিনি নিজেও শুনেছেন। যেকোনো তদন্তে সহায়তা করতেও আগ্রহ প্রকাশ করেছেন রানা।

অস্বীকার করেও অবশ্য শেষ রক্ষা হয়নি, ভনের সাথে ১২ বছরের সম্পর্ক ঠিকই ছেদ করল বিবিসি। বিবিসি রেডিওতে অনুষ্ঠান সঞ্চালনা করতেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ভন। প্রায় ১২ বছর ধরে বিবিসিতে কাজ করছেন তিনি।

বিবিসি জানিয়েছে, ভন যে সব অভিযোগ অস্বীকার করেছেন, সে বিষয়ে সংস্থাটি অবগত আছে। তবে সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো কিছুকেই সত্য হিসেবে ধরে নিতে পারছে না। তাই সেই পর্যন্ত ভনের কাজের ওপর থাকবে স্থগিতাদেশ। এছাড়া ভনের সাথে এই ব্যাপারে আলোচনাও চালিয়ে যাবে বিবিসি। বর্ণবাদীমূলক যেকোনো আচরণে তারা কঠোর অবস্থান নিবেন বলেও নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রফিকের এই ঘটনার জের ধরে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে গ্যারি ব্যালান্সের ওপরও। ব্যাল্যান্স অবশ্য নিজের দোষ মেনে নিয়েছেন। এছাড়া ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের কাছে থেকেও হেডিংলি স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ