ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ঝুলে আছে বাংলাদেশের ২০২২ বিশ্বকাপ ভাগ্য

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৬ ১৪:১৪:২০
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ঝুলে আছে বাংলাদেশের ২০২২ বিশ্বকাপ ভাগ্য

বিশ্বকাপের এই সপ্তম আসরের রেশ কাটতে না কাটতেই আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর৷ সেই আসরের মূলপর্বে সরাসরি খেলবেন কারা আর কারা আসবেন বাছাইপর্ব খেলে, সেইসব হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে চলমান এই বিশ্বকাপ থেকেই৷ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, এবারের আসরের ফাইনালের ঠিক পরেরদিনই নিশ্চিত হয়ে যাবে দলগুলোর ভাগ্য৷

১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনাল৷ সেই ফাইনালে অংশ নেওয়া দুই দল সরাসরি অংশ নিবে আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপের অষ্টম আসরের মুলপর্বে৷ ফাইনালের ঠিক পরের দিনে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সুপার টুয়েলভের অন্য ৬ দল যোগ দিবে তাদের সাথে৷ সুপার টুয়েলভের বাকি চার দলকে খেলতে হবে বাছাইপর্ব৷

ক্রিকেটের ছয় পরাশক্তি ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে আসছে বিশ্বকাপের মুলপর্বে খেলাটা নিশ্চিত করে ফেলেছে। শ্রীলঙ্কা, স্কটল্যান্ড আর নামিবিয়ার জায়গা হয়েছে বাছাইপর্বে৷

সুপার টুয়েলভের বাকি তিন দলের (বাংলাদেশ, আফগানিস্তান ও উইন্ডিজ) মধ্যে শীর্ষে থাকা দুই দল সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপের মুলপর্বে খেলার৷ বাকি থাকা দলটি যোগ দিবে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড আর নামিবিয়ার সাথে৷ আর এই জন্যই বিশ্বকাপে না থেকেও অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ৷

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে নয় নাম্বারে আছে বাংলাদেশ৷ ভগ্নাংশের ব্যবধানে বাংলাদেশের ঠিক সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ৷ সাতে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩৫৷ এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তানের বাকি থাকা ম্যাচ দুইটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে বাংলাদেশের জন্য৷ শনিবার আবুধাবিতে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ৷ সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতে গেলেই ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে বাংলাদেশের পিছনে৷ ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান হবে নয়৷ এবং শীর্ষ ৮ দলের একজন হিসেবে সরাসরি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের মুলপর্বে খেলবে বাংলাদেশ৷

ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ জিতে গেলেও আরেকটি সুযোগ থাকবে বাংলাদেশের৷ তখন তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে৷ সেই ম্যাচে আফগানিস্তান হেরে গেলে ভগ্নাংশের ব্যবধানে তারা চলে যাবে বাংলাদেশের পিছনে। সেই সাথে বাংলাদেশ খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের মূলপর্বে। তবে, আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ নিজ নিজ ম্যাচ জিতে গেলে টাইগারদের সামনে আর কোন সুযোগই থাকবে না বাছাইপর্ব খেলে ছাড়া ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ