ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

পাকিস্তান সিরিজে আসছে ৭ নতুন ক্রিকেটার, সিদ্ধান্ত চুড়ান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৬ ১৫:৫৪:৩০
পাকিস্তান সিরিজে আসছে ৭ নতুন ক্রিকেটার, সিদ্ধান্ত চুড়ান্ত

এ মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। সেই সিরিজ উপলক্ষে দ্রুতই শুরু হতে যাচ্ছে অনুশীলন ক্যাম্প। যাতে বিশ্বকাপ দল থেকে কয়েকজন বাদ পড়বেন আর সুযোগ পাবেন কমপক্ষে ৭ জন তরুণ ক্রিকেটার। তারা হলেন- নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, পারভেজ ইমন এবং তৌাহিদ হৃদয়। শোনা যাচ্ছে, এই তরুণদের নিয়ে কাল থেকেই কাজ শুরু করবেন খালেদ মাহমুদ সুজন। যিনি দ্রুতই বিসিবিতে নতুন পদ পেতে যাচ্ছেন।

বিশ্বকাপের মাঝে একাধিকবার মিডিয়ায় মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এখন তিনি মুখ খুলছেন না। জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর আব্দুর রাজ্জাকের সঙ্গে একান্তে বসেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। আরও ছিলেন সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনসহ একাধিক কর্মকর্তা। সেই বৈঠকে নাকি টাইগারদের পারফর্মেন্স বিশ্লেষণ করে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ