ব্রাভোর পর অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা ক্রিকেটার

আজকের ম্যাচের আগে এমন কিছু বলেননি ব্রাভোর স্বদেশি ব্যাটার ক্রিস গেইল। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি- কোনো পর্যায়ের ক্রিকেট থেকেই ব্যাট-প্যাড তুলে রাখার কথা জানাননি দ্য ইউনিভার্স বস। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে তার ঘটনাক্রম দেখে উঠেছে অবসরের প্রশ্ন।
ম্যাচ শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের টুইটার থেকে জানানো হয়, আজকের ম্যাচে দল মাঠে ঢোকার সময় সবার আগে থাকবেন ব্রাভো ও গেইল। ক্যারিয়ারের শেষ ম্যাচ হওয়ায় ব্রাভোর বিষয়টি সহজেই বোধগম্য। কিন্তু গেইল কেনো থাকলেন তার সঙ্গে- এই প্রশ্নের উত্তর মেলেনি।
শুধু এখানেই শেষ নয়, আজ আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার সময় হেলমেট খুলে সারা মাঠের দর্শকদের উদ্দেশ্যে ব্যাট উঁচিয়ে অভিবাদনের জবাব দিয়েছেন গেইল। অথচ তিনি করেছেন শুধু ১৫ রান। কোনো মাইলফলক বা সেঞ্চুরি হাঁকালে ব্যাট তোলার বিষয়টি খুবই স্বাভাবিক।
কিন্তু মাত্র ১৫ রান করেই গেইল কেন ব্যাট দেখালেন সবার উদ্দেশ্যে?- ম্যাচ চলাকালীন সময়ে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। পরে গেইল যখন সীমানা অতিক্রম করে ড্রেসিংরুমের দিকে হাঁটা দিচ্ছিলেন, তখন সামনে এগিয়ে এসে অভিনন্দন জানান ব্রাভো, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডাররা।
এর আগে ক্রিস গেইল ও এভিন লুইস ইনিংস সূচনা করতে মাঠে নামার সময়ও সীমানা দড়ির সামনে দাঁড়িয়ে করতালি দেন ওয়েস্ট ইন্ডিজ দলের সবাই। সব ঘটনাক্রম মিলিয়ে সবার মনেই জেগেছে প্রশ্ন, তাহলে কি আজই ক্যারিবীয়দের হয়ে শেষ ম্যাচ খেলছেন গেইল?
যদি তাই হয়, তাহলে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিও হয়ে থাকল তার ক্যারিয়ারের বড় বিজ্ঞাপন। টস হেরে ব্যাট করতে নেমে দুই ছক্কার মারে ৯ বলে ১৫ রান করেছেন গেইল। আউট হয়েছেন প্যাট কামিনসের বলে সরাসরি বোল্ড হয়ে।
সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের সংগ্রহ ৭৫ ইনিংসে ১৮৯৯ রান, হাঁকিয়েছেন দুইটি সেঞ্চুরি ও ১৪টি ফিফটি। এই ফরম্যাটে তার ছক্কা ১২৪টি। এছাড়া ওয়ানডে ক্যারিয়ারে ২৫ সেঞ্চুরি ও ৩৪ ফিফটিতে ১০৪৮০ এবং টেস্টে ১৫ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন ৭২১৪ রান। সাদা পোশাকে গেইলের ট্রিপল সেঞ্চুরি দুইটি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ৭ গোলে শেষ হলো প্রথমার্ধ
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল
- রিয়াল বনাম পিএসজি: ২৫ মিনিটেই বদলে গেল ম্যাচের চিত্র, কে গেল ফাইনালে?