হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

আবুধাবিতে আজ (শনিবার) ক্যারিবীয়দের ৮ উইকেটে উড়িয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। ২২ বল হাতে রেখে পাওয়া জয়ে রানরেটটাও বেশ বাড়িয়ে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল।
দিনের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে রানরেটে অসিদের পেছনে ফেলতে পারে, তবেই কেবল সেমিফাইনালে উঠতে পারবে। কেননা তখন দুই দলের পয়েন্ট হবে সমান। এখন পর্যন্ত রানরেটে এগিয়ে অস্ট্রেলিয়াই।
ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চ সুবিধা করতে পারেননি। ৯ রান করে আকিল হোসেনের বলে বোল্ড হন অসি দলপতি।
তবে এরপর আর পাত্তা পায়নি ক্যারিবীয়রা। দ্বিতীয় উইকেটে ৭৫ বলে ১২৪ রানের জুটিতে ম্যাচটা বের করে নিয়ে আসেন মিচেল মার্শ আর ডেভিড ওয়ার্নার।
জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে ক্রিস গেইলকে তুলে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ হন মার্শ। ৩২ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ডানহাতি এই ব্যাটার করেন ৫৩ রান। ৫৬ বলে ৯ চার আর ৪ ছক্কায় ৮৯ রান করে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন ওয়ার্নার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৫ উইকেটে ৯৯। সেখান থেকে শেষ ৫ ওভারে কাইরন পোলার্ড আর আন্দ্রে রাসেলের ঝড়ে ৭ উইকেটে ১৫৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা।
শুরুটা ঝড়োগতিতে করলেও একটা সময় ৩৫ রান তুলতে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৯১ রানে হারায় ৫ উইকেট।
তবে পোলার্ড দায়িত্ব নিয়ে খেলেছেন। ৩১ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় ৪৪ রান করে ইনিংসের ৪ বল বাকি থাকতে আউট হন ক্যারিবীয় অধিনায়ক।
মিচেল স্টার্কের করা ওই ওভারে শেষ দুই বলে দুই ছয় হাঁকান আন্দ্রে রাসেল। যার মধ্যে একটি আবার ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় ছক্কা, ১১১ মিটার। ৭ বলে ১ চার, ২ ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন রাসেল।
ওপেনিংয়ে নেমে ক্রিস গেইল ঝড়ো সূচনা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। এভিন লুইসের সঙ্গে ১৪ বলে ৩০ রানের জুটি গড়ে ফেরেন তিনি। ৯ বলে ২ ছক্কায় গেইল করেন ১৫। এভিন লুইসের ব্যাট থেকে আসে ২৬ বলে ২৯।
মাঝে ব্যর্থতার পরিচয় দিয়েছেন নিকোলাস পুরান (৪), রস্টন চেজ (০)। সিমরন হেটমায়ারের ২৮ বলে ২৭ রানের ইনিংসটাও ঠিক টি-টোয়েন্টিসুলভ ছিল না। তবে শেষদিকে পুষিয়ে দিয়েছেন পোলার্ড-রাসেল।
অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস হ্যাজলেউড। ৩৯ রান খরচ করলেও ৪টি উইকেট শিকার করেন এই পেসার।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল
- রিয়াল বনাম পিএসজি: ২৫ মিনিটেই বদলে গেল ম্যাচের চিত্র, কে গেল ফাইনালে?
- চেলসি বনাম ফ্লুমিনেন্সে: কবে, কখন, কোথায়, কিভাবে দেখবেন লাইভ
- পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ সেমিফাইনাল: কখন, কোথায়, কীভাবে দেখবেন লাইভ