ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এইমাত্র শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার টস, দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৬ ১৯:৪৮:১৮
এইমাত্র শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার টস, দেখেনিন একাদশ

দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জয় পাওয়ায় দক্ষিণ আফ্রিকাকে এ ম্যাচ জিততেই হবে। তাও বড় ব্যবধানে। আগে ব্যাট করে বড় স্কর সংগ্রহ করাই প্রোটিয়াদের মূল লক্ষ্য থাকবে।

৪ ম্যাচের সবগুলোতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড। তাদের রান রেট +৩.১৮৩। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া। এক ম্যাচ কম খেলা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬। অজিদের রান রেট +১.২১৬। আর প্রোটিয়াদের রান রেট +০.৭৪২।

টি-২০ ক্রিকেটে ২১বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১১বার জয় ইংলিশদের। ৯বার জয় প্রোটিয়াদের। বিশ্বকাপের মঞ্চে পাঁচবারের লড়াইয়ে তিনবার দক্ষিণ আফ্রিকা ও দু’বার জয় ইংল্যান্ডের।

ইংল্যান্ড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ, কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেনরিচ ক্লাসেন, আইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্টি, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ