ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মাশরাফি দলকে ভালোভাবে আগলে রেখেছিল কিন্তু রিয়াদ কিছু করতে পারেনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৬ ২১:৪৬:২৫
মাশরাফি দলকে ভালোভাবে আগলে রেখেছিল কিন্তু রিয়াদ কিছু করতে পারেনি

পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিসবাহ বলেন, বাংলাদেশের খেলা দেখলে বুঝা যায় তারা গতি আর বাউন্স খেলতে পারে না। বল একটু উঁচু হলেই তাদের সমস্যা হয়ে যাচ্ছে। লেগ স্পিন খেলতে পারে না। তারা অফ স্পিনার আর ফিঙ্গার স্পিনারদের ওপর অতিমাত্রায় নির্ভরশীল।

পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা বল না বুঝে মারতে গিয়ে আউট হয়েছে। ওদের শরীরী ভাষা দেখলেই মনে হয় তারা জেতার জন্য খেলছে না, খেলতে হয় বলেই খেলছে। আজ আমরা দেখলাম ওদের ব্যাটসম্যানরা শুধু এলো আর গেল। কারও খেলা দেখে মনে হয়নি তারা অনেকক্ষণ খেলতে চায়। তারা স্পিন বুঝতে পারছে না, গুগলি বুঝতে পারছে না। দলের রসায়ন, জেতার ইচ্ছা, পরিকল্পনা- কিছুই বোঝা যায়নি তাদের খেলায়।

বাংলাদেশের ক্রিকেটের উন্নতি প্রসঙ্গে ওয়াহাব রিয়াজ বলেন, ওরা অনেক বেশি বাঁহাতি স্পিনারের ওপর নির্ভরশীল। মোস্তাফিজ-শরিফুল ছাড়া ওদের পেস বোলার তেমন কেউ নেই। মাশরাফি অধিনায়ক থাকা অবস্থায় দলটাকে অনেক ভালোভাবে আগলে রেখেছিলেন। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ তেমন কিছু করতে পারেননি। দলের বাকিদের মধ্যেও সেই ইচ্ছাটা দেখিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ