ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

দলে আসছে বড় ধরনের পরিবর্তন: খালেদ মাহমুদ সুজন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৭ ১৮:৫৪:৫৬
দলে আসছে বড় ধরনের পরিবর্তন: খালেদ মাহমুদ সুজন

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অনুজ্জ্বল পারফরমেন্স ও চরম ব্যর্থতার পর দেশজুড়ে চলছে সমালোচনার ঝড়। ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতায় বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনকে দায়ী বলে মনে করছেন অনেকে। একইসঙ্গে চলছে ব্যর্থ ক্রিকেটারদের মুন্ডুপাত।

এমতাবস্থায় দেশের ক্রিকেটপ্রেমীদের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। যেগুলোর সারমর্ম অনেকটা এমন- বিশ্বকাপের বড় মঞ্চে ব্যর্থ একঝাঁক ক্রিকেটারদের মধ্য থেকে কেউ বাদ যাবেন কি না? দলের উন্নতি ঘটাতে ব্যর্থ কোচিং স্টাফেও কোনো রবদল ঘটবে কী?

রোববার সে প্রশ্নের জবাব দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তিনি সরাসরি বলেছেন, ‘আসলে হুট করেই কোনো বড় ধরনের পরিবর্তনে যাওয়া যায় না। বিসিবি তা যাবেও না। সে পথে হাঁটার কোনো চিন্তা-ভাবনাও নেই। সেভাবে পাইপলাইন তৈরিও নয়।’

তবে দলে পরিবর্তনের সম্ভাবনার কথা অস্বীকারও করেননি সুজন। তার ভাষায়, ‘ম্যাসিভ চেঞ্জ তো আর হঠাৎ করে হয় না। আমাদের তো পাইপলাইন এমন না যে, সব রেডি করা আপনি ইচ্ছে করলেও বড় ধরনের পরিবর্তন করতে পারেন।’

এরপর বড় ধরনের রদবদলের আভাস দিয়ে সুজন বলেন, ‘ম্যাসিভ একটা চেঞ্জ আসতেও পারে। সেটি কোন ফরম্যাটে আসবে বা হবে, সেটি তো বলতে পারব না। হতেও পারে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ