ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সেমিফাইনালের আগেই ভারতের বিদায়ে যা বললেন কেন উইলিয়ামসন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৮ ১৪:১৪:৩১
সেমিফাইনালের আগেই ভারতের বিদায়ে যা বললেন কেন উইলিয়ামসন

শেষ দুই বছরে দুই ভিন্ন বিশ্বকাপ থেকে এই নিউজিল্যান্ডের কারণেই বাদ নিল ভারত। ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপে সেমিতে কিউইদের মুখোমুখি হয়েছিল ভারত। সেবারের পর এবারও ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিল নিউজিল্যান্ড। মুখোমুখি ম্যাচে ভারতকে হারানোর পর রোববার (৭ নভেম্বর) আফগানিস্তানকে হারানোয় ভারতের বেঁচে থাকার শেষ আশাও মিটে গেল।

আফগানিস্তানের বিপক্ষে ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলে ঠান্ডা মাথায় দলকে জিতিয়েছেন কিউই অধিনায়ক। তবে ম্যাচের পর অবশ্য ভারত নিয়ে কোনো কথা বলেননি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

উইলিয়ামসন বলেছেন, ‘আফগানিস্তান যে খুব কঠিন দল হবে সেটা ভেবেই আমরা মাঠে নেমেছিলাম। বল হাতে শুরুটা ভালো করতে পেরে কিছুটা ভালো লেগেছিল। দ্রুত ওদের উইকেট নিই এবং গড় রানের চেয়েও কমে ওদের আটকে দেই। আমার মতে, এই উইকেট ১৫০-১৫৫ লড়াকু স্কোর হত। আমাদের দ্রুত তিনটি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।’

কিউই অধিনায়ক মনে করছেন, গ্রুপে হয়ত তারা দ্বিতীয় স্থানে থেকেই পরের পর্বে যাবেন। সেই মতো তাদের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে উইলিয়ামসন বলেছেন, ‘আমাদের সামনে আরও একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগের ম্যাচগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে দ্রুত এগিয়ে যেতে হবে। ইংল্যান্ড খুব শক্তিশালী দল।’

এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর টানা ৪ ম্যাচ জয় পায় নিউজিল্যান্ড। সেমিফাইনালে ইংল্যান্ডের দলে ইনজুরির চিন্তা থাকলেও নিউজিল্যান্ডের দলে কেউ ইনজুরিতে নেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ