নিউজিল্যান্ড ও আফগানিস্তানের খেলা নিয়ে যা বলছে সাবেক ভারতীয় ক্রিকেটাররা

গতকাল ভারতের সবাই আফগানিস্তানের জয়ের জন্য প্রার্থনা করেছিলেন। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় নিজেদের ভাগ্য আর নিজেদের হাতে ছিল না ভারতের। কিন্তু আফগানিস্তান পারেনি ভারতবাসীর মুখে হাসি ফোটাতে, নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে তারা বিশ্বকাপ থেকে তো বাদ পড়েছেই, সঙ্গে করে নিয়ে যাচ্ছে ভারতকেও। স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকেরা প্রচণ্ড হতাশ। সাবেক ভারতীয় ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নন। ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময় বিশ্বকাপে আফগানিস্তানের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা ও বীরেন্দর শেবাগ। তাঁদের মতে, আফগানিস্তান এর থেকেও ভালো খেলতে সক্ষম।
‘গতকাল (পরশু) ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার উন্নতি ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের শুরুতে কিন্তু তারা এত ভালো খেলছিল না। সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য যে দক্ষতা দরকার হয়, সেটা আফগানদের মধ্যে ছিল না। টি-টোয়েন্টির প্রতি ওদের দৃষ্টিভঙ্গি ঠিক ছিল। ওদের ব্যাটিং সবচেয়ে বেশি হতাশ করেছে। ওরা যে ধরনের খেলা খেলতে চায়, সে রকম দক্ষতা যদি না থাকে, তাহলে এ পর্যায়ে ভালো খেলা খুবই কঠিন। আফগানিস্তান যেমন খেলেছে, আগে ওরা এর থেকেও ভালো ছিল। ফলে আমি বলব না যে তাদের কোনো উন্নতি হয়েছে।’
আফগানিস্তানের ব্যাটিং নিয়ে একই কথা বলেন বীরেন্দর শেবাগও, ‘ওদের ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। ২০ ওভার খেলে আফগানিস্তান মাত্র ১২৫-১৩০ রান করতে পেরেছিল, অর্থাৎ ৩০-৪০ রান কম করছিল ওরা প্রতি ম্যাচে। যদি ওরা ১৫৫-১৬০ করতে পারে, তাহলে যেকোনো দলের বিরুদ্ধেই লড়াই করতে পারবে।’
গ্রুপ–২-এ আফগানিস্তানের সঙ্গে ছিল ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। এর মধ্যে দুই দলের বিপক্ষে আফগানিস্তানের জয় অনুমেয় ছিল বলেই মনে করেন শেবাগ, ‘সবাই মোটামুটি জানত যে ওরা কমপক্ষে দুই ম্যাচ জিতবেই—নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। তারা ওই দুটি ম্যাচ জিতেছে। আমরা আশা করেছিলাম, ওরা নিউজিল্যান্ডের বিপক্ষেও জিতবে, কিন্তু এটা তখনই সম্ভব হতো যদি ওরা স্কোরবোর্ডের যথেষ্ট রান তুলতে পারত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ২য় ওয়ানডে ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: প্রথম গোল, লাইভ দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, লাইভ দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ২য় ওয়ানডে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- চলছে আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা ম্যাচ: গোল, গোল, লাইভ দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: মোবাইল ও টিভিতে লাইভ দেখার উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ শেষ, লাইভ এখানে
- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: জয়সওয়ালের সেঞ্চুরি,সুদর্শনের হাফসেঞ্চুরি
- চলছে আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা ম্যাচ: ২৫ মিনিট শেষ লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: বাংলাদেশের দারুন বোলিং, লাইভ দেখুন এখানে
- সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা, সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার টাকা