ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সবাইকে অবাক করে কোহলিদের কোচের নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৯ ১৩:১৫:২৭
সবাইকে অবাক করে কোহলিদের কোচের নাম ঘোষণা

এক বিবৃতিতে বেঙ্গালুরু বলেছে, 'সামনের আসর থেকে সঞ্জয় বাঙ্গার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচের দায়িত্ব পালন করবে। মাইক হেসনের দায়িত্ব এখন থেকে পালন করবেন বাঙ্গার। হেসনও দলের সঙ্গে থাকছেন। তিনি ক্রিকেট অপারেশনসের দেখভাল করবেন।'

আগেও বেঙ্গালুরুর সঙ্গে কাজ করেছেন বাঙ্গার। দলটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। এবার হেড কোচের দায়িত্ব পেয়ে দারুণ খুশি বাঙ্গার। তিনি বলেন, 'দারুণ একটি ফ্র্যাঞ্চাইজি! এর হেড কোচ হওয়াটা অবশ্যই অনেক সম্মানের। এখানে আমি আগেও অসাধারণ প্রতিভাবানদের সাথে কাজ করেছি। সামনে কাজ করার অপেক্ষা করতে ইচ্ছা করছে না। আমি আরসিবির ভক্তদের বলব, আমরা আইপিএল ট্রফি জিততে প্রতিজ্ঞাবদ্ধ।'

আপাতত মেগা অকশনে চোখ রাখছেন ভারতের হয়ে ১২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ খেলা বাঙ্গার। ৪৯ বছর বয়সী এই কোচ আরও বলেন, 'মেগা অকশনে আমাদের অনেক কাজ করতে হবে। আশা করি আমরা ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফদের সহায়তা করতে পারব। অকশন নিয়ে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। আমরা একটি শক্তিশালী স্কোয়াড বানানোর চেষ্টা করছি।'

ইতোমধ্যেই বেঙ্গালুরুর নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি। যদিও দলটির হয়েই খেলে যাবেন তিনি। মেগা অকশনে ভালো দল বানানোর পাশাপাশি সেরা একজন অধিনায়কের খোঁজেও থাকবেন বাঙ্গার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ