ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

অসহায় সৌম্য হারিয়েছেন পায়ের তলায় জমিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৯ ১৩:৫১:৩৩
অসহায় সৌম্য হারিয়েছেন পায়ের তলায় জমিন

চিরতরে এ ফরম্যাটের দরজা বন্ধ হচ্ছে তার জন্য।২৮ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে রানে ফেরাতে কতই না চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। কখনো ব্যাটিং পজিশন পরিবর্তন আবার কখনো পেস বোলিং হিসাবে।কিন্তু সৌম্য কোন কথায় শোনেনি। ধারাবাহিকভাবেই ব্যর্থ হয়েছেন।

কখনোই দলের ভরসা হয়ে ধরা দিতে পারেননি সৌম্য। দলের ভালো কিংবা খারাপ সময়।উইকেট বিলিয়ে আসায় তাঁর জবাব নেই। বলতে গেলে বোলারদের আস্থার না এখন সৌম্য। কোন উইকেট না পেলেও তাঁর উইকেট নিয়ে নিশ্চিত থাকেন।ব্যর্থ হতে হতে এখন ক্লান্ত সৌম্য।বিশ্বকাপে ৪ ম্যাচে করেন ২৭ রান।

তাই তাকে নিয়ে নতুন করে আর কিছু ভাবতে চায় না টিম ম্যানেজমেন্ট।প্রায় সাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন সৌম্য। ৬৬ ম্যাচে ১ হাজার ১৩৬ রান করেছেন। ব্যাটিং গড় ১৮ দশমিক ০৩, হাফ সেঞ্চুরি ৫টি। চোখ কপালে উঠার মত সৌম্যর আন্তর্জাতিক পরিসংখ্যান।

তাই নিশ্চিত ভাবে বলাই যায় পায়ের তলায় জমিন খুঁজে পাচ্ছেন না তিনি। আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে বড় পরিবর্তন আসবে সেটি আভাস দিয়েছে বিসিবি। ইতোমধ্যে সাত তরুণ ক্রিকেটার নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করেছেন নয়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ