ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

যে দিন এটা হবে সেই দিন ক্রিকেট ছেড়ে দিব কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৯ ১৫:২০:৩৪
যে দিন এটা হবে সেই দিন ক্রিকেট ছেড়ে দিব কোহলি

বিশ্বকাপ দিয়ে কোহলি ভারত জাতীয় দলের সংক্ষিপ্ততম ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন। মূলত কাজের চাপ কমানোর লক্ষ্যেই তার এমন সিদ্ধান্ত। তবে অধিনায়কত্ব ছাড়লেও কমবে না তার আগ্রাসী ক্রিকেট, জানালেন নিজেই।

অধিনায়কত্ব ছেড়ে কোহলি যেন অনেকটাই হালকা, ফুরফুরে হয়ে গেছেন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে স্বস্তিবোধ করছি। জাতীয় দলের অধিনায়ক হওয়া অবশ্যই সম্মানের, তবে সবকিছু যাতে ঠিকঠাক চলে সেটা দেখতে হবে। আমার মনে হয়েছে, ওয়ার্কলোড যাতে সমস্যা তৈরি না করে, তার জন্য টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ার উপযুক্ত সময় এটাই। ৬-৭ বছর ধরে প্রচণ্ড ওয়ার্কলোড ও চাপ ছিল।’

কোহলি জানান, ভালো ফলাফলের জন্য তার আগ্রাসন যতদিন আছে ততদিন খেলে যাবেন। অর্থাৎ, আগ্রাসন কমলে ছেড়ে দেবেন খেলাটাই।

তার ভাষায়, ‘আমার আগ্রাসন কোনোদিন বদলাবে না। যেদিন এটি বদলে যাবে, সেদিন আমি ক্রিকেট খেলাই ছেড়ে দিব। অধিনায়ক হওয়ার আগেও আমি সবসময় দলে অবদান রাখার চেষ্টা করতাম।’

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার প্রাক্বালে কোহলি সতীর্থদের ভাসিয়েছেন প্রশংসার সাগরে। যদিও বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় কোহলির নেতৃত্বের শেষটা হয়েছে বিষাদমাখা।

কোহলি বলেন, ‘এখানে আমরা ভালো ফল করতে পারিনি, কিন্তু ভালো খেলেছি। দলের সবাই আমার কাজটা সহজ করে দিয়েছে। শেষ তিন ম্যাচে আমরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছি। প্রথম দুই ম্যাচে আমরা যথেষ্ট সাহস দেখাতে পারিনি।’

‘আমাদের গ্রুপটা কঠিন ছিল। রবি শাস্ত্রী ও তার সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ। বছরের পর বছর ধরে তারা খেলোয়াড়দের জন্য অসাধারণ পরিবেশ তৈরি করে রেখেছিলেন। তারা দারুণ কাজ করেছেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ