ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

আমরা সুযোগ পেলে পরবর্তীতে বড়দের বিশ্বকাপও জিতবো: তৌহিদ হৃদয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৯ ১৫:৪১:৩৪
আমরা সুযোগ পেলে পরবর্তীতে বড়দের বিশ্বকাপও জিতবো: তৌহিদ হৃদয়

বয়সভিত্তিকের আঙিনা মাড়িয়ে হৃদয়রা এখন খেলছেন জাতীয় পর্যায়ে। ঘরোয়া ক্রিকেটেও তাদের সরব পদচারণ। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্যদের পারফরম্যান্সও বেশ সমীহ জাগানিয়া। ফলে হৃদয়রা চলে এসেছেন জাতীয় দলের ভাবনায়।

ইতোমধ্যে সেই স্কোয়াডের দুই জন জাতীয় দলে খেলেছেনও। হৃদয় জানালেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশকে মূল বিশ্বকাপ জেতাতে চান তিনি। একই প্রত্যয় তার সাথে যুব বিশ্বকাপ জেতা বাকি সব সদস্যেরও।

হৃদয় বলেন, ‘যতদিন ক্রিকেট খেলব ততদিনই এটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) আমাদের আত্মবিশ্বাস দিবে। কীভাবে বিশ্বকাপ জিততে হয় সেই কাজ আমরা করেছি। আমরা সুযোগ পেলে মূল বিশ্বকাপ জিতব।’

যদিও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভালো করে ঝরে পড়ার নজিরও কম নয়। অতীতে যুব পর্যায়ে বাংলাদেশকে সাফল্য এনে দেওয়া অনেক ক্রিকেটারই জাতীয় দলে থিতু হতে পারেননি। ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো উন্মুক্ত চাঁদ জাতীয় দলে কখনও সুযোগই পাননি। সম্প্রতি তিনি দেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

২০২০ সালে বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল। ক্রিকেটে তো বটেই, যেকোনো ক্রীড়া ইভেন্টের বিচারেও এটা বাংলাদেশের একমাত্র বিশ্বজয়ের রেকর্ড। সেই দলের সদস্য তৌহিদ হৃদয় বাংলাদেশকে জেতাতে চান আরও একটি বিশ্বকাপ।

হৃদয় বলেন, ‘এটা নির্ভর করছে আমরা কীভাবে চাই তার ওপর। মানুষ চাইলে সবকিছু সম্ভব। আমরা সেরাটা দিয়ে জাতীয় দলে ঢুকার, জাতীয় দলে ভালো পারফর্ম করার চেষ্টা করব। অনেকের ক্ষেত্রে হবে, অনেকের ক্ষেত্রে হবে না। আমরা সেরাটা দিয়েই চেষ্টা করব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ