ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

পাকিস্তান সফরের সূচি ঘোষণায় বিরক্তবোধ করছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৯ ১৭:৫৬:১৩
পাকিস্তান সফরের সূচি ঘোষণায় বিরক্তবোধ করছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

কেনো মাঝের এতো দীর্ঘ সময় পাকিস্তান সফরে যায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট দল, এ বিষয়ে অস্ট্রেলিয়ান এক রেডিওতে মুখ খুলেছে দেশটির টেস্ট অধিনায়ক টিম পেইন। তার মতে, এখনও অনেক ক্রিকেটার পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে অস্বস্তিবোধ করতে পারেন।

তিনি বলেছেন, ‘যদি আমরা সম্পূর্ণ সৎ হই, তবে এমন কয়েকজন থাকতে পারে যারা নির্বিশেষে (পাকিস্তান সফরে) যেতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। এছাড়া অনেকে হয়তো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেবে। বাকিরাও আরও বেশি তথ্য জানতে চাইবে।’

পেইন আরও যোগ করেন, ‘অন্যান্য দেশে ভ্রমণে যাওয়ার আগেও এমনটি হয়েছিল। আবার এমন কিছু সমস্যা আছে যা আমি নিশ্চিত মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা এটি নিয়ে শিগগিরই আলোচনা করবো। তখন সবাই সঠিক উত্তর পাবে এবং স্বাচ্ছন্দ্যবোধ করবে। তারপরে আমরা আশা করি আমাদের পক্ষে সেরা দল পাবো।’

প্রায় চার বছর আগে ২০১৭ সালে নিজেদের ঘরের মাঠে বিশ্ব একাদশের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান। সেই সিরিজের বিশ্ব একাদশে ডাক পেয়েছিলেন অসি অধিনায়ক।

পাকিস্তানে তার সেই সফরের কথা স্মরণ করে বলেন, ‘সেই সফরে আমাদের যে নিরাপত্তা ছিল তা আমি আমার জীবনে দেখা সেরা নিরাপত্তা ব্যবস্থা। আমাদের মাথার ওপর হেলিকপ্টার ছিল, আমাদের চারপাশে পাঁচ কিলোমিটার রাস্তা বন্ধ ছিল, প্রতি কিলোমিটারে চেকপয়েন্ট ছিল- এটি অসাধারণ নিরাপত্তা ছিল।’

তিনি শেষ করার আগে আরও বলেন, ‘আপনি যে বিষয়টি দেখছেন এবং নিজের কাছে ভাবছেন যে এটি প্রয়োজনীয় হতে পারে। তবে তা অনেক সময় বিরক্তিকরও। আক্ষরিক অর্থে বাসের ২০-৩০ মিটার উপরে কয়েকটি হেলিকপ্টার আপনার জন্য সান্ত্বনাদায়ক কিন্তু একইসঙ্গে বিরক্তিকর ছিল।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ