ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সেমি ফাইনাল ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড, দেখেনিন পরিসংখ্যান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১০ ১০:৩৯:০২
সেমি ফাইনাল ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড, দেখেনিন পরিসংখ্যান

বিশ্বকাপ সেমিফাইনালে এটা দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। এর ২০১৬ আসরে

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড।

আইসিসি র‍্যাঙ্কিং: ইংল্যান্ড ১; নিউজিল্যান্ড ৪।

টি-টোয়েন্টিতে মুখোমুখি ২১: ইংল্যান্ড ১২। নিউজিল্যান্ড ৭। পরিত্যক্ত ২।

বিশ্বকাপে মুখোমুখি ৫: ইংল্যান্ড ৩। নিউজিল্যান্ড ২।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন: ইংল্যান্ড ১। নিউজিল্যান্ড ০।

দলীয় সর্বোচ্চ:

নিউজিল্যান্ড: ২০১/৪।

ইংল্যান্ড: ২৪১/৩।

দলীয় সর্বনিম্ন:

নিউজিল্যান্ড: ১২৩/৯।

ইংল্যান্ড: ১৩৭/১০।

সর্বোচ্চ রান:

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল (৪৬৭)।

ইংল্যান্ড: ইয়ন মরগান (৪২৪)।

ব্যক্তিগত সেরা:

নিউজিল্যান্ড: ব্রেন্ডন ম্যাককলাম (৭৪)।

ইংল্যান্ড: ডেউইড মালান (১০৩*)।

সর্বোচ্চ ম্যাচ:

নিউজিল্যান্ড: রস টেলর (২১)।

ইংল্যান্ড: ইয়ন মরগান (১৫)।

সর্বোচ্চ হাফসেঞ্চুরি:

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল (৪)।

ইংল্যান্ড: ডেউইড মালান (৩)।

সর্বোচ্চ উইকেট:

নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (১৬)।

ইংল্যান্ড: স্টুয়ার্ট ব্রড (১৪)।

সেরা বোলিং:

নিউজিল্যান্ড: জেমস ফ্র্যাঙ্কলিন (১৪/৪)।

ইংল্যান্ড: স্টুয়ার্ট ব্রড (২৪/৪)।

সর্বোচ্চ ডিসমিসাল:

নিউজিল্যান্ড: ব্রেন্ডন ম্যাককালাম (৪)।

ইংল্যান্ড: জস বাটলার (৬)।

সর্বোচ্চ ক্যাচ:

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল (১১)।

ইংল্যান্ড: জনি বেয়ারস্টো (৮)।

সর্বোচ্চ ছক্কা:

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল (২২)।

ইংল্যান্ড: ইয়ন মরগান (২৬)।

আগের ৬ বিশ্বকাপে ইংল্যান্ড:

২০০৭: সুপার এইট।

২০০৯: সুপার এইট।

২০১০: চ্যাম্পিয়ন।

২০১২: সুপার এইট।

২০১৪: সুপার টেন।

২০১৬: রানার্সআপ।

আগের ৬ বিশ্বকাপে নিউজিল্যান্ড:

২০০৭: সেমিফাইনাল।

২০০৯: সুপার এইট।

২০১০: সুপার এইট।

২০১২: সুপার এইট।

২০১৪: সুপার টেন।

২০১৬: সেমিফাইনাল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ