ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

পাকিস্তান নিউজিল্যান্ডের দুর্দান্ত জয়ে আর্থিক ক্ষতির মুখে আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১১ ১৫:৩৩:৪৫
পাকিস্তান নিউজিল্যান্ডের দুর্দান্ত জয়ে আর্থিক ক্ষতির মুখে আইসিসি

ভারতের বিশাল জনগোষ্ঠীর কারণে কোহলি-রোহিতদের ম্যাচ থাকলে বিপুল পরিমাণ দর্শকের চোখ থাকে টেলিভিশন পর্দায়। ভারত বাদ পড়ায় সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মত হাই ভোল্টেজ খেলায় দর্শক সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এখানেই শেষ নয়। ভারত বাদ পড়ার প্রভাব দেখা যাচ্ছে বিশ্বকাপের গ্যালারিতেও। স্পন্সর কিংবা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলো ভারত ফাইনাল খেলবে ধরে নিয়েই বিনিয়োগ করেছিল। তাই ফাইনালে সুপার টুয়েলভের তিনগুণ মূল্যে স্লট বিক্রির পরিকল্পনা ছিল বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারক সংস্থা স্টার স্পোর্টসের।

কিন্তু ভারত ছিটকে পড়ায় টুর্নামেন্টে অনেকেরই আগ্রহ কমে গেছে। টুর্নামেন্টের ব্র্যান্ড ভেল্যু, বিজ্ঞাপনের রেভিনিউ, ও টিআরপিতে পড়েছে ভাঁটা। আইসিসি থেকে শুরু করে বিজ্ঞাপনদাতা সংস্থা, দুবাই টুরিজিম ও সম্প্রচারকারী সংস্থা পড়েছে আর্থিক লোকসানের শঙ্কায়।

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷ নামিবিয়ার বিপক্ষের বিশ্বকাপ ম্যাচটিই হয়ে রইলো অধিনায়ক হিসাবে বিরাট কোহলির শেষ টি-টোয়েন্টি ম্যাচ৷

নতুন করে কোনো বিজ্ঞাপনী সংস্থা সেমিফাইনাল ও ফাইনালের স্লট বুকিংয়ে আগ্রহ দেখায়নি। তাই যে টাকা প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে অনেক কম মূল্যে স্লট বুক করতে হয়েছে। এছাড়া ভারতীয়রা বিশ্বকাপ ভেন্যু ত্যাগ করায় অনেক হোটেল বুকিং বাতিল করা হয়েছে, যা প্রভাব ফেলছে আরব আমিরাতের পর্যটন খাতে।

এমন নজির অবশ্য এবারই প্রথম নয়। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়েছিলেন দ্রাবিড়-ধোনিরা। বিপুল পরিমাণ দর্শক বিশ্বকাপ বিমুখ হয়ে পড়েছিলেন। এর প্রভাবে সেই আসরের আয়ে লেগেছিল ধাক্কা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ