ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: অবশেষে ফাইনালের আগে মুখ খুললেন পাকিস্তানের ‘খলনায়ক’ হাসান আলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৪ ১২:৩৫:০৯
ব্রেকিং নিউজ: অবশেষে ফাইনালের আগে মুখ খুললেন পাকিস্তানের ‘খলনায়ক’ হাসান আলি

এক ক্যাচ মিসে রীতিমতো খলনায়ক বনে গেছেন হাসান আলি। তুমুল সমালোচনা হচ্ছে তাকে নিয়ে। এবারের বিশ্বকাপে তার পারফরম্যান্সও আশাব্যঞ্জক ছিল না। এমতাবস্থায় তাকে নিয়ে যেমন হতাশ সমর্থকরা, তেমনি হাসান নিজেও হতাশ তার কারণে পাকিস্তান হেরে যাওয়ায়।

সেমিফাইনালের পর নিজের কষ্টের কথা জানাতে গতকাল প্রথম মুখ খুললেন এই পাক ক্রিকেটার। নিজের টুইট অ্যাকাউন্টে এই বোলিং অলরাউন্ডার লেখেন, ‘আমি জানি আপনারা সবাই বিষাদগ্রস্ত। তবে আমার চেয়ে কেউ বেশি আশাহত নয়।’

তিনি আরও লেখেন, ‘আমার পারফরম্যান্স আপনাদের আশা পূরণ করেনি। তবে আমার ওপর থেকে প্রত্যাশা হারিয়ে ফেলবেন না। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আমার সর্বোচ্চটা দিয়ে পাকিস্তান ক্রিকেটকে সেবা দিতে চাই। এবারের অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী হতে সাহায্য করবে।’

এরপর তার পাশে থাকা সমর্থক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান হাসান, ‘সমস্ত খুদে বার্তা, টুইট, পোস্ট, কল এবং দোয়ার জন্য ধন্যবাদ। এগুলো আমার বড্ড প্রয়োজন ছিল।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ