ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

গোপন তথ্য ফাঁস: যে সংক্রমণের কারণে আইসিউতে দুই দিন ছিলেন রিজওয়ান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৬ ১১:৪৩:৩৫
গোপন তথ্য ফাঁস: যে সংক্রমণের কারণে আইসিউতে দুই দিন ছিলেন রিজওয়ান

পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপেই ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রিজওয়ান। এমনকি টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান যে ফাইনাল জেতার স্বপ্ন দেখছিল সেটিও সেমিফাইনালে ব্যাট হাতে অর্ধেক কাজ করে দিয়েছিলেন দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে। তবে ম্যাথু ওয়েডের ঝড়ে স্লান হয়ে যায় তা। তবে ম্যাচের পর রিজওয়ান সম্পর্কে অবাক করার মতো তথ্য দেন পিসিবির চিকিৎসক।

পিসিবির চিকিৎসক বলেন সেমিফাইনালের আগে দুই দিন আইসিউতে চিকিৎসাধীন ছিলেন রিজওয়ান। মূলত ফুসফুসে সংক্রমণের কারণেই আইসিউতে স্থানান্তর করা হয়েছিল বলে জানান তিনি। এছাড়াও আরেকটু দেরি হলেই বড় বিপদ হতেও পারত রিজওয়ানের। এই ইস্যুতে তিনি বলেন,

“শরীরটা ভালো লাগছিল না সেদিন। আমাকে সেদিন হাসপাতালে যেতে হয়েছিল। পরিবারের সদস্যরা ছিলেন হোটেলে। প্রথমে হোটেলের নিচে আমার ইসিজি করা হয়। যখন হাসপাতালে পৌঁছালাম, তখন আমি ঠিকমতো নিশ্বাসই নিতে পারছিলাম না। চিকিৎসকেরা বলছিলেন ফুসফুসের দুটি ধমনিতে সমস্যা দেখা দিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “তখনো তাঁরা আমাকে পুরো ব্যাপারটা খোলাসা করে বলেননি। পরে একজন নার্সকে জিজ্ঞাসা করে জানতে পারি, হাসপাতালে আসতে ২০ মিনিট দেরি হলেই ওই ধমনি দুটি ছিঁড়ে যেতে পারত। এরপর বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে দলের পক্ষ থেকে খবর আসে ‘ফ্লু’তে ভুগছেন রিজওয়ান। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা এক প্রকার অনিশ্চিতই হয়ে পড়ে। তবে অজিদের কাছে হারলেও জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করার মানসিকতার কারণে ক্রিকেট বিশ্বে বেশ প্রশংসিত হন এই উইকেটরক্ষক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ