যে পাঁচটি নিয়ম টি-২০ ক্রিকেটকে করবে আরও জনপ্রিয়

নতুন নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ক্রিকেটকে করেছে আরও প্রাণবন্ত। এই ফ্র্যাঞ্চাইজি লীগের মধ্যে সবচাইতে জনপ্রিয় হিসেবে ধরা হয় বিগব্যাশ এবং আইপিএলকে। তবে আজকের বিষয়টা সেরকম নয়; বিষয়টা হচ্ছে, কেমন হতো যদি ৫ টি নতুন নিয়ম আসতো টি-টোয়েন্টি তে?
আজ আমরা ৫ টি নতুন নিয়ম নিয়ে কথা বলবো যেগুলো প্রণয়ন করা হলে আরও চমকপ্রদ হবে টি-টোয়েন্টি ক্রিকেট।
যে ৫ টি নতুন নিয়ম জনপ্রিয় করে তুলবে টি-২০ ক্রিকেটকেঃ
১. ১০০ মিটারের বেশি উচ্চতার ছক্কায় ৮ রান
আমরা জানি, বল ওভার বাউন্ডারি হলে তাকে ৬ রান হিসেবে ধরা হয়। কিন্তু বর্তমানে প্রযুক্তির সাহায্যে আমরা জানতে পারি কোন ছক্কা কতো মিটার উচ্চতায় গিয়েছে। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ডি ভিলিয়ার্স, ধোনী, ম্যাক্সওয়েলরা অনেক লম্বা লম্বা লম্বা ছক্কা উপহার দিয়েছেন ভক্তদের। তাই ৬ যদি ১০০ মিটারের ওপরে হয় তাহলে নতুন মাত্রা যুক্ত হবে টি-২০ ক্রিকেটে। এতে করে সুবিধা পাবেন হার্ডহিটাররা। তাই এই নিয়ম প্রণয়ন করা সময়ের দাবী।
২. একজন বোলারকে দিয়ে ৪ ওভারের অধিক বল করানো
আমরা সকলেই জানি টি-২০ ক্রিকেটে একজন বোলার ৪ ওভার বল করার সুযোগ পান। কিন্তু তার ২৪ বলে তিনি সকল কিছু পরিবর্তন করার সুযোগ পান না। কোনো ব্যাটসম্যান যদি ফর্মে থাকেন তাহলে তিনি ভালো বোলারের চার ওভার সাবধানে খেলে বাকী সময়ে নিজের সুবিধামতো রান গুছিয়ে নিতে পারেন। এতে করে বোলারদের নিজের প্রতিভা মেলে ধরার সুযোগটা থাকে কম। তাই, বোলারদের যদি ৪ ওভারের বেশি বল করানো হয় তাহলে খেলার জমজমাট প্রহরগুলো আরও বেশি তীক্ষ্ণ হবে বলে ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।
৩. খেলার মধ্যভাগে খেলোয়াড় পরিবর্তন
খেলার মধ্যভাগে খেলোয়াড় পরিবর্তনের নিয়ম আমরা দেখেছিলাম বিগ ব্যাশ লীগে। যাকে এক্স ফ্যাক্টর প্লেয়ার বলা হতো। ১০ম ওভারে গিয়ে প্রতি দল একজন করে ক্রিকেটারকে বদলাতে পারবে, ম্যাচের আগে টিম শিটের দ্বাদশ বা ত্রয়োদশ ব্যক্তি থেকে একজনকে দলের প্রয়োজন মতো নামাতে পারবে দলগুলি। তবে শর্ত হচ্ছে, যার বদলি হিসেবে এক্স-ফ্যাক্টরকে নামানো হবে, তিনি তখনও ব্যাটিং করেননি অথবা ১ ওভারের বেশি বোলিং করেননি, হতে হবে এমন। এরকম টা হলে টি-২০ হবে আরও জনপ্রিয়।
৪. স্লো ওভার রেটে ৫ রান কর্তন
স্লো ওভার রেট ক্রিকেটে এখন হরহামেশাই ঘটে থাকছে। খেলা শুরু সময় ফিল্ডিং দলকে একটা সময় বেঁধে দেয়া হয়, সে সময় পার হলে গেলে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়। কিন্তু সে জরিমানা টা যদি তৎক্ষনাৎ মাঠেই দেয়া হয়! অর্থাৎ ৫ রান জরিমানা।হ্যাঁ, ৫ রান জরিমানা করা হলে সবাই সতর্ক হবে। এতে করে স্লো ওভার রেট তো কমবেই, ক্রিকেটও হবে অধিকতর উন্নত।
৫. গোল্ডেন ওভার
ব্যাটিং দল বিশ ওভারের মধ্যে যে কোনো এক ওভারকে ‘গোল্ডেন ওভার’ হিসেবে গ্রহণ করতে পারবেন। সেই ওভারে যতো রান হবে (অতিরিক্ত সহ) তার দ্বিগুণ রান যুক্ত হবে স্কোরবোর্ডে। ব্যাটিং দলকে ইনিংস শুরুর আগেই নির্ধারণ করতে হবে কোন ওভারে তারা গোল্ডেন ওভার নেবেন। এই গোল্ডেন ওভার নিয়ম টি-২০ কে করবে আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- চেলসি বনাম পিএসজি ফাইনাল: পরিসংখ্যান, লাইভ ম্যাচ ও ভবিষ্যদ্বাণী
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল