ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পয়েন্ট টেবিলের শীর্ষে আশরাফুলরা, একাই ‘১০’ উইকেট নিলেন সানজামুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৭ ১৫:০৫:৩৪
পয়েন্ট টেবিলের শীর্ষে আশরাফুলরা, একাই ‘১০’ উইকেট নিলেন সানজামুল

১৮ বলে ১০ করে শাহবাজের বলে আউট হন তিনি। আবু সায়েমের অপরাজিত ৩৫ ও সালমানের অপরাজিত ২০ রানে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বরিশাল। পাঁচ ম্যাচে দুই জয়ে টায়ার-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আশরাফুলরা।

সংক্ষিপ্ত স্কোর –

ঢাকা মেট্রো (১ম ইনিংস) ৮৭ (জাহিদুজ্জামান ৪০, শামসুর ৮ : ইসলামুল আহসান ৪/১৯)

বরিশাল (১ম ইনিংস) ৩৪৮/৯ (সালমান হোসেন ১৫২, ফজলে রাব্বি ৭৩ : স্বাধীন ১-৮৩)

ঢাকা মেট্রো (২য় ইনিংস) ৩২৫ (আলামিন জুনিয়র ৭০, শরিফুল্লাহ ৫২* : রুয়েল ৪-১১০)

বরিশাল (২য় ইনিংস) ৬৫/৩ (আবু সায়েম ৩৫*, আশরাফুল ১০, সালমান ২০ : শরিফউল্লাহ ১-১৮)

রাজশাহী বনাম চট্টগ্রাম –

সিলেটে টায়ার-২ এর আরেক ম্যাচে চট্টগ্রামকে ১৬৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৭৫ রানের লিড পেয়ে রাজশাহীর হয়ে সেঞ্চুরি হাঁকান উইকেটরক্ষক প্রিতম কুমার ও ফরহাদ রেজা। প্রিতম করেন ১১৭ ও রেজা খেলেন ১১১ রানের ইনিংস।

এই দুই ব্যাটারের শতকে চট্টগ্রামকে ৪১৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে পিনিক ঘোষের সেঞ্চুরি (১০২) ও শাহদাত হোসেন দিপুর ৬১ রানের পরও ২৪৭ রানে অল-আউট হয় চট্টগ্রাম। ৩৯ রান করে অপরাজিত থাকেন দলটির অধিনায়ক ইরফান শুক্কুর। রাজশাহীর হয়ে সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেন সানজামুল এবং তিনটি করে উইকেট নেন শফিকুল ও সাকলাইন সজীব।

সংক্ষিপ্ত স্কোর –

রাজশাহী (১ম ইনিংস) ১৯৪ (রেজা ৫৪, প্রিতম ৪১ : নাঈম হাসান ৫-৪২)

চট্টগ্রাম (১ম ইনিংস) ১১৯ (পিনাক ঘোষ ৩০, তাসামুল ২৪ : সানজামুল ৬-৪৩)

রাজশাহী (২য় ইনিংস) ৩৩৮/৮ (প্রিতম কুমার ১১৭, রেজা ১১৭ : হাসান ৫-৯৬)

চট্টগ্রাম (২য় ইনিংস) ২৪৭ (পিনাক ১০২, দিপু ৬১ : সানজামুল ৪-৮৯)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ