ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

অবিশ্বাস্য: লিটন এখন বোলারও

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৭ ২০:০৮:১৬
অবিশ্বাস্য: লিটন এখন বোলারও

ঘরোয়া লিগেও হাসেনি লিটনের ব্যাট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে করেছেন ৪৭ বলে ২৪ রান। ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বলেই হয়তো বল হাতে তুলে নেন তিনি। করেছেন মোটে তিন ওভার। ১৪ রান খরচ করলেও পাননি কোনো উইকেট।

সাভারে রংপুর এবং ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচ আজ নিশ্চিত ড্রয়ের পথে ছিল। এ সময় অধিনায়ক আকবর আলী লিটন দাসের হাতে বল তুলে দেন। অফস্পিনার লিটনের প্রথম বলে ব্যাটিং প্রান্তে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথম বলেই স্কয়ার লেগে ঠেলে দিয়ে ১ রান নেন তিনি।

এরপর লিটনের টানা তিন বলে কোনো রান করতে পারেননি অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকা আব্দুল মজিদ। প্রথম ওভার ভালো হয়েছে বলেই হয়তো দ্বিতীয় ওভার বল করতে আসেন লিটন। এবার দেন ৫টি সিঙ্গেল।

তবে লিটনের তৃতীয় ও শেষ ওভারটা আশানুরূপ হয়নি। এবার বল করতে এসে দিয়েছেন সাত রান। তার করা চতুর্থ বলে লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়েছেন অঙ্কন। এরপর আর বোলিংয়ে আসেননি বাংলাদেশ দলের উইকেটকিপার এই ব্যাটসম্যান।

এর কয়েক ওভার পরেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। লিটন উইকেট না পেলেও দলের প্রয়োজনে যে বলও করতে পারবেন, সেই বার্তাই যেন দিয়ে গেলেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ