দল থেকে বাদ পড়েছেন না বিশ্রাম নিয়েছেন সরাসরি জানিয়ে দিলেন মুশফিক নিজেই

বিশ্রাম নয়, তাকে বাদ দেওয়া হয়েছে বলছেন মুশফিক। অভিজ্ঞ ক্রিকেটারের বক্তব্য, ভালো না খেললে নির্বাচকরা বাদ দিতেই পারেন। কিন্তু বাদ দেওয়ার প্রক্রিয়া পছন্দ হয়নি তার। বাদ দেওয়ার আগে তার সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারতেন নির্বাচকরা বলছেন মুশফিক।
বুধবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন অভিজ্ঞ ক্রিকেটার। পাকিস্তান সিরিজ থেকে বিশ্রাম চেয়েছিলেন কিনা এমন প্রশ্নে মুশফিক বলেন, 'নাহ, এখনও আমি ওই পর্যায়ে যাইনি যে বিশ্রাম নেওয়ার জন্য কাউকে বলতে হবে। আমাকে জিজ্ঞেস করেছিল, এই সিরিজে আমি অ্যাভেইলঅ্যাবল কিনা। আমি বলেছি, ‘অবশ্যই।’ দলে নেওয়া বা না নেওয়া তো আমার হাতে নেই। তারা মনে করেছেন, টি-টোয়েন্টি দলে আমার হয়তো ওরকম প্রয়োজন নেই।'
বাদ দেওয়ার প্রক্রিয়াটি অন্য রকমও হতে পারত বলছেন মুশফিক, 'সত্যিকারের সৎ ও সত্যি ভাবনাটাই বলা উচিত। দলের আগে, দেশের আগে তো কেউ না। সেখানে আমি তো নগণ্যতম একজন সদস্য। পারফরম্যান্সে উঠা-নামা থাকবে এবং একজন ক্রিকেটারকে অবশ্যই পারফরম্যান্স ও ফিটনেস দিয়ে বিচার করবেন। সেটা পরিস্কার করে বললেই হতো যে, ‘আমরা অন্যরকম চিন্তা করছি, এই সিরিজে না, সামনে যদি পারফর্ম করে আসতে পারো…”, যেটা স্বাভাবিক প্রক্রিয়া আর কী।'
'এই ব্যাপারগুলো পরিষ্কার করে বললে আমার কাছেও অন্যরকম ভালো লাগা কাজ করত যে, তারা আমাকে এতটুকু হলেও সম্মান করেছে। একটু খোলামেলা কথা বললে ভালো হয়। তারা যদি আমাকে বলতেন যে ‘আমরা এরকম চিন্তা করছি’, তাহলে আরেকটু প্রস্তুতি নিতে পারতাম (টেস্টের জন্য)। কিন্তু আমাকে জিজ্ঞেস করা হলো যে অ্যাভেইলঅ্যাবল কিনা, এরপর হুট করে … (বিশ্রাম)। তখনও যদি তারা বলতেন যে বাইরে রাখার চিন্তা করছে, তাহলে অন্যভাবে পরিকল্পনা করতে পারতাম। এসব অবশ্য নতুন কিছু না। মাশরাফি-সাকিব-তামিম-রিয়াদ বলেন.... (সবার সাথেই হয়েছে) এটা নতুন কিছু না।'
এদিকে, একদিন আগে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণার পর প্রধান নির্বাচক বলেছিলেন, সামনে চারটি টেস্ট (পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে) খেলবে বাংলাদেশ। সেই কথা বিবেচনা করে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককে।
বাদ পড়ার প্রক্রিয়া নিয়ে আক্ষেপ থাকলেও মুশফিক জানিয়েছেন, আবারও দলে ফিরতে সর্বোচ্চ চেষ্টাটাই তিনি করবেন। সেক্ষেত্রে আসন্ন বিপিএলকে পাখির চোখ করছেন তিনি, 'আমি এটাকে (বাদ পড়া) চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। টেস্ট-ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে আমি নিজের প্রতি সুবিচার করতে পারিনি। মাঝেমধ্যে কয়েকটা ইনিংস বা সিরিজ হয়তো ভালো খেলেছি। কিন্তু টি-টোয়েন্টিতে আরও অনেক ধারাবাহিক হওয়ার জায়গা আমার আছে। এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।'
'সামনে বিপিএল আছে, এরপর আরও খেলা আছে, আগামী বছর বিশ্বকাপ… আমি জোর দিয়েই চেষ্টা করব টি-টোয়েন্টি সেট আপে আবার ফিরতে। আমার ভাবনায় থাকবে পারফরম্যান্স দিয়েই দলে ফেরা।' বিজ্ঞাপন
আগামী ১৯ নভেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২২ তারিখ। টি-টোয়েন্টি সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- চেলসি বনাম পিএসজি ফাইনাল: পরিসংখ্যান, লাইভ ম্যাচ ও ভবিষ্যদ্বাণী
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল