ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার আসল রহস্য প্রকাশ্যে নিয়ে আসলেন মুশফিকুর রহিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৮ ১১:৩০:০৪
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার আসল রহস্য প্রকাশ্যে নিয়ে আসলেন মুশফিকুর রহিম

কিন্তু বিশ্বকাপের শুরুটা হয় খুবই বাজে ভাবে। যেটার ধকল সুপার টুয়েলভে কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। যার কারণে সুপার টুয়েলভে একটি ম্যাচে জয়লাভ করতে পারেনি টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন ভরাডুবির কারণ জানালেন মুশফিকুর রহিম।

জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান গতকাল একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা তিনটি সিরিজ জিতেছি। বিশ্বকাপের আগে আমাদের প্রস্তুতি যেমন দরকার ছিল স্ট্রিক্স এমনটাই হয়েছিল। কিন্তু বিশ্বকাপে নির্দিষ্ট দিনে আমরা পারফর্ম করতে পারিনি। সুনির্দিষ্ট কারো দায় নেই। দু-একটি ম্যাচে আমি আরেকটু ভালো খেললে দল বের হয়ে আসতে পারত।”

বিশ্বকাপের শুরু ম্যাচেই স্কটল্যান্ডে বিপক্ষে হার কাল হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের জন্য। ওই ম্যাচের পর অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল টাইগাররা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেললেই অবশ্যই ভালো কিছু করার সুযোগ থাকতো বলে জানিয়েছেন মুশফিকুর রহিম।

তবে এই ফরম্যাটে উন্নতি করতে হলে স্পোর্টিং উইকেটে বেশি খেলতে হবে বলে জানিয়েছেন মুশফিক। “এই সংস্করণে টানা ভালো খেলতে হলে আমাদের ভালো বা স্পোর্টিং উইকেটে খেলতে হবে। সেখানে অভ্যস্ত হতে পারলে আরেকটু ভালো হতে পারত আমাদের ফল।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ