ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ, দেখেনিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৯ ১০:১৯:৫৩
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ, দেখেনিন

বিশ্বকাপ ব্যর্থতার কারনে বাংলাদেশ দলে পরিবর্তন আসলেও মূল একাদশে থাকছেন কারা তা দাঁড়িয়েছে এক বড় প্রশ্ন হয়ে। কেননা টপ অর্ডারে লিটন দাস, সৌম্য সরকার ও সাকিব আল হাসানের অনুপস্থিতির কারনে দেখা দিয়েছে বড় শূন্যতা।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনার হিসেবে দেখা যেতে পারে টেস্ট ক্রিকেটের নিয়মিত মুখ সাইফ হাসানকে। এছাড়া সাকিব আল হাসানের পরিবর্তে তিন নম্বরে দেখা যেতে পারে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ইয়াসির আলি রাব্বিকে। স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন অভিষেক হতে পারে ইয়াসিরের।

১৬ সদস্যের স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত থাকলেও প্রথম ম্যাচে তার থাকার সম্ভাবনা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেননা চার নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিং করলে পাঁচ নম্বরের জন্য সেরা পছন্দ থাকতে পারেন আফিফ হোসেন ধ্রুব।

ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে নুরুল হাসান সোহানকে একাদশে রাখা হলে শামিম পাটোয়ারি থাকতে পারেন একাদশের বাইরে। কেননা সাত নম্বরে তখন দেখা যেতে পারে শেখ মেহেদি হাসানকে। দলে বাকি বোলারদের মধ্যে স্পিনার নাসুম আহমেদের সাথে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ থাকছেন সেটা অনেকটাই নিশ্চিত। স্পোর্টিং উইকেটের যেহেতু গুঞ্জন রয়েছে তাই একজন বাড়তি পেসার হিসেবে শরিফুল ইসলামকে বিবেচনায় রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

এক নজরে দেখে নেয়া যাক পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ

নাইম শেখ, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

দুই দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ