ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সেমিফাইনালের ‘খলনায়ক’ সেই হাসান আলিই পেলেন ম্যাচসেরার পুরস্কার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৯ ১৯:৫১:২৪
সেমিফাইনালের ‘খলনায়ক’ সেই হাসান আলিই পেলেন ম্যাচসেরার পুরস্কার

ভেন্যু বদলাতেই বদলে গেলেন হাসান। ‘খলনায়ক’ থেকে এবার হলেন ম্যাচসেরা। হাসানের দুর্দান্ত বোলিংয়ে (৪-০-২২-৩) শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিরপুরে বাংলাদেশকে ৪ উইকেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।

আজ মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে এলেন হাসান। প্রথম বল ওয়াইড দিলেও পরের বলেই বাংলাদেশকে প্রথম ঝটকা দেন হাসান। অনেকটা ওয়াইড লাইনে পিচ করিয়ে স্বাগতিক ওপেনার নাঈম শেখকে ‘লোভ’ দেখিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দী করেন হাসান। পাওয়ার প্লে’তে দুই ওভার বোলিং স্পেলে কোনো বাউন্ডারি না দিয়ে ৭ রানে ১ উইকেট নেন হাসান।

ডেথ ওভারে এসে স্বাগতিকদের জন্য ‘মৃত্যুদূত’ হয়ে উঠলেন হাসান। ১৭তম ওভারের পঞ্চম বলে ভয়ঙ্কর হয়ে ওঠা নুরুল হাসান সোহানকে কট বিহাইন্ড করে স্বস্তি ফিরিয়ে আনেন পাকিস্তানি পেসার।

১৯ তম ওভারে নিজের চতুর্থ ওভার বোলিং করতে এলেন হাসান। প্রথম বলে শেখ মাহেদি ডিপ মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করেছিলেন ঠিকই। তবে শেষ পাঁচ বলে মাত্র পাঁচ রান খরচ করেন। ওভারের চতুর্থ বলে স্লোয়ার বলে আমিনুল ইসলাম বিপ্লবকে বোল্ড করে পাকিস্তানি পেসার তুলে নেন নিজের তৃতীয় উইকেট।

চতুর্থ ওভারে বাবর আজম রিভিউ নিলে হাসানের ঝুলিতে হয়তো আজ আরও একটা উইকেট থাকত। তবে হাসান হয়তো এই নিয়ে এখন ‘আফসোস’ করছেন না। আজ ম্যাচসেরা হয়ে দুবাইয়ের ক্ষতে হয়তো প্রলেপ দিতে পেরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাসান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ