ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ম্যাচ জয়ের পরও বাংলাদেশের প্রশংসায় যা বললেন হাসান আলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২০ ১১:১৮:২০
ম্যাচ জয়ের পরও বাংলাদেশের প্রশংসায় যা বললেন হাসান আলি

অন্যদিকে বিশ্বকাপে যেন অন্যতম সেরা দল হিসেবেই ছিল পাকিস্তান। সেমি ফাইনাল থেকে বাদ পড়লেও তাদের শক্তিমত্তা ছিল ভিন্নরকম। দুই দলই বিশ্বকাপ শেষ করে এখন লড়ছে টি-টোয়েন্টি সিরিজে। যেখানে প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানি পেসার হাসান আলি বল হাতে ছিলেন ইনিংসের সর্বোচ্চ উইকেট শিকারি। ব্যক্তিগত স্পেলের চার ওভার বল করে ২২ রান খরচায় হাসান আলি নিয়েছেন ৩টি উইকেট। এমন পারফম্যান্সের পর ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই পেসার।

ম্যাচ শেষে হাসান আলি জানিয়েছেন ঘরের মাঠে বাংলাদেশকে মোকাবেলা করা মোটেও সহজ নয়। তার ভাষ্য, ‘’বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে বেশ ভালো দল। বাইরে থেকে যারা আসে তাদের জন্য বাংলাদেশ কঠিন প্রতিপক্ষই। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে। ঘরের মাঠ বলে সুবিধাও পায় তারা।‘’

দলীয় মাত্র ২৪ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত ম্যাচ বের করে নেয় খুশদিল শাহ ও শাদাব খানের ব্যাটে চড়ে। জয়ের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই পেসার।

তিনি যোগ করেন, ‘’আজকেও বেশ ভালো একটা ম্যাচ হয়েছে, কঠিন পরিস্থিতি থেকে মিডল অর্ডার আমাদের জিতিয়েছে, তাদের কুর্নিশ করতে হয়। আমি সবার আগে আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই। অবশ্যই এটা আমার জন্য অনেক আনন্দের মুহুর্ত। বিশ্বকাপে আমার পারফরম্যান্স তেমন ভালো ছিল না। তবে ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই। এটা ক্রিকেট, এক সিরিজ ভালো যাবে পরের সিরিজ ভালো নাও যেতে পারে। আপনি ১১০ ভাগ ঢেলে দেওয়ার পরও হয়তো কিছু জিনিসের ঘাটতি থাকবে।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ