ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে ২য় টি-২০ ম্যাচে খেলার মাঝে মাঠে দর্শক, সোজা মুস্তাফিজের পায়ে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২০ ১৭:৫২:৫৯
পাকিস্তানের বিপক্ষে ২য় টি-২০ ম্যাচে খেলার মাঝে মাঠে দর্শক, সোজা মুস্তাফিজের পায়ে

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানের ইনিংসের ত্রয়োদশ ওভার শেষে ঘটে মূল ঘটনা। ওভারের বিরতিতে যখন খেলোয়াড়রা পুনরায় নিজেদের আয়গায় ফিরে যাচ্ছেন তখনই মাঠে ঢুকে পড়ে দর্শক।

নিরাপত্তাকর্মীরা যথাসাধ্য চেষ্টা করলেও সেই দর্শককে আটকাতে পারেনি। এক দৌড়ে সে গিয়ে সোজা মুস্তাফিজুর রহমানের পায়ে লুটিয়ে পড়ে। তবে কিছুক্ষণের মাঝেই নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে যায়।

করোনার এই সময়ে দলগুলো কঠোর বায়োবাবলে আবদ্ধ। এর মাঝে মাঠে দর্শক প্রবেশ বিসিবির নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দিল। তবে বিসিবি কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ