ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মিরপুরে হারছে রিয়াদরা আর চট্টগ্রামে অনুশীলন করছে মুশফিকরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২০ ১৮:৪৮:২৩
মিরপুরে হারছে রিয়াদরা আর চট্টগ্রামে অনুশীলন করছে মুশফিকরা

ইতোমধ্যে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। আজ চট্টগ্রামে অনুশীলন করেছেন টেস্ট দলের ক্রিকেটাররা। সাগরিকায় নেট অনুশীলনে ছিলেন অন্তত ১১ ক্রিকেটার। সেখানে টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটাররাসহ নেটে বোলাররা ছিলেন অনুশীলনে। যদিও এখনও টেস্ট দল ঘোষণা করেনি বিসিবি।

জানা গেছে, গতকাল বিসিবির শুনানি শেষে রাতেই চট্টগ্রামে চলে গেছেন মুশফিকুর রহিম। আজ সাগরিকায় অনুশীলন করেছেন তিনি। এদিকে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক আজ চট্টগ্রামে যাচ্ছেন। বিকেলেই ঢাকা থেকে উড়াল দেওয়ার কথা তার। কাল থেকে অনুশীলনে নামবেন তিনি।

ক্রিকেটারদের অনুশীলন পরিচালনা করতে আগামীকাল চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের। মিরপুরে তৃতীয় টি-২০ শেষে কোচিং স্টাফের বাকি সবাই চট্টগ্রামে যাবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ