ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বাংলাদেশকে পাকিস্তান মনে হচ্ছে ফখরের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২০ ২২:১২:০৮
বাংলাদেশকে পাকিস্তান মনে হচ্ছে ফখরের

দ্বিতীয় ম্যাচে ৫১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংসে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখেন ফখর। ম্যাচ শেষে পাকিস্তানের সমর্থন পাওয়া নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

সমর্থকদের কারণে ফখরের মনে হচ্ছে না দেশের বাইরে খেলছেন বলে। তিনি বলেন, ‘মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি। যখন আমরা কোনো উইকেট নিচ্ছি কিংবা ভালো কোনো শট খেলছি তখন বাংলাদেশের ক্রিকেটাররা যেমন সমর্থন পাচ্ছে, ঠিক একইরকম সমর্থন আমরাও পাচ্ছি।’

পাকিস্তানের সমর্থকদের মধ্যে একাংশ বাংলাদেশেরও। এ নিয়ে দেশের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করলেও ফখররা খুশি। স্বাগতিক দলের বিপক্ষে খেলতে নেমে এত সমর্থন পাওয়া অবিশ্বাস্য মনে হচ্ছে ফখরের।

তিনি বলেন, ‘তাদের (বাংলাদেশের) ভক্তরাও আমাদের সমর্থন করছে, যা খুবই খুশির ব্যাপার। আমার একদমই বিশ্বাস হচ্ছে না। আগেও আমি বাংলাদেশে এসেছিলাম, তখন পাকিস্তানকে সমর্থন করতে এত মানুষকে দেখিনি। যারা মাঠে আসছে এবং পাকিস্তানকে সমর্থন করছে তাদের প্রতি কৃতজ্ঞতা।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ