ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মুস্তাফিজের 'পাগলা ভক্তে'র ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২১ ১৮:০৮:০৮
মুস্তাফিজের 'পাগলা ভক্তে'র ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ

রোববার (২১ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য দেন।

রফিকুল ইসলাম বলেন, সারারাত জিজ্ঞাসাবাদ শেষে সন্দেহভাজন হিসেবে রাসলকে গ্রেপ্তার দেখিয়েছি। আজ তাকে ৫৪ ধারায় আদালতে হাজির করা হবে। আমরা তাকে আরও দীর্ঘতর জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করব। তবে এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি।

তিনি বলেন, ঘটনার পরপরই রাসেলকে আমরা আটক করে থানায় নিয়ে এসেছি। সে ঠিক কী কারণে জৈব বেষ্টনী ভেদ করে মাঠে প্রবেশ করেছে তা আমরা সঠিকভাবে জানার চেষ্টা করছি। তবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, সে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোস্তাফিজের ভক্ত।

তবে মাঠে প্রবেশ করার তার ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কি না সেসব বিষয়ও আমরা জানার চেষ্টা করছি। থানায় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। এ বিষয়ে কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায় তা আমরা খতিয়ে দেখছি। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে রাসেলের বিরুদ্ধে কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দ্বিতীয় ইনিংস চলাকালীন পাকিস্তানের ১৩তম ওভারে ব্যাটিংয়ের সময় নর্দান গ্যালারির লোহার বেড়া ডিঙিয়ে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এসে সোজা মুস্তাফিজের পায়ের কাছে পড়ে চুমু খেতে থাকেন। পরে নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে সরিয়ে নেন ও মুস্তাফিজকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

রাসেল রাজধানীর আদাবরের বাসিন্দা। কুমিল্লা শহরের ছেলে রাসেলের বাবার নাম জাকির হোসেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্র তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ