ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মৃত্যুর মুখে জেরেমি সলোজানো, করুনারত্নের শতকে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২১ ২০:৪৪:৪৭
মৃত্যুর মুখে জেরেমি সলোজানো, করুনারত্নের শতকে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

১৪০ বলে ৫৬ রান করে নিসাঙ্কা বিদায় নিলে প্রথম সাফল্যের দেখা পায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এরপর অবশ্য জোড়া বিপর্যয়ের শিকার হয় লঙ্কানরা।

দলীয় ১৬৪ রানে ওশাদা ফার্নান্দো ও ১৭০ রানে অ্যাঞ্জেলো ম্যাথিউস ধরেন সাজঘরের পথ। দুইজনই ৩ রান করে শিকারে পরিণত হন। এরপর করুনারত্নের সাথে দলের হাল ধরেন ধনঞ্জয়া ডি সিলভা।

শেষ বিকেলে দলের আর কোনো বিপদ ঘটতে দেননি তারা। চতুর্থ উইকেটে ৯৭ রানের দারুণ এক পার্টনারশিপ গড়ে দিনের খেলা শেষ করেছেন করুনারত্নে ও ধনঞ্জয়া। অর্ধশতক হাঁকিয়েছেন ধনঞ্জয়া, করুনারত্নে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ত্রয়োদশ শতক।

২৬৫ বলের মোকাবেলায় ১৩২ রানে অপরাজিত করুনারত্নে হাঁকিয়েছেন ১৩টি চার। ৫টি চারে ৭৭ বলে ৫৬ রান করে অপরাজিত আছেন ধনঞ্জয়া। ক্যারিবীয়দের পক্ষে রস্টন চেজ দুটি ও শ্যানন গ্যাব্রিয়েল একটি উইকেট শিকার করেছেন। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত ব্যাটার জেরেমি সলোজানো আছেন পর্যবেক্ষণে।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)

টস : শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২৬৭/৩ (৮৮ ওভার)করুনারত্নে ১৩২*, ধনঞ্জয়া ৫৬*, নিসাঙ্কা ৫৬চেজ ৪২/২, গ্যাব্রিয়েল ৫৬/১

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ