ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২২ ১৪:২৫:৫৫
শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ

শান্তর ওপেনিং সঙ্গী হিসেবে নামা মোহাম্মদ নাইম ৬ বলে ৩ রানে অপরাজিত আছেন। আর তিন নম্বরে নেমে ৬ বলে ৫ রানে অপরাজিত আছেন শামীম হোসেন। ৩ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৪ রান।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। আগেই সিরিজ হারায় এই ম্যাচটি আনুষ্ঠানিকতা। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

একাদশে এসেছে তিনটি পরিবর্তন। অভিষেক ঘটেছে পেসার শহীদুল ইসলামের। এছাড়া দলে ঢুকেছেন শামীম হোসেন এবং নাসুম আহমেদ। মুস্তাফিজুর রহমানের সঙ্গে একাদশে নেই সাইফ হাসান এবং শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং শহীদুল ইসলাম। পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলি, সরফরাজ আহমেদ, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নেওয়াজ, উসমান কাদির, হারিস রউফ, শাহনেওয়াজ ধাওয়ানি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ