আজকের দিনের ব্যাটিং শেষ পিচ নিয়ে যা বললেন আবিদ আলি

বাংলাদেশের বোলাররা ৫৭ ওভারেও পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙ্গতে পারেননি। দুই পেসার ইবাদত আর আবু জায়েদ রাহীর বলে তেমন ধার ছিল না। বাঁহাতি তাইজুল এবং অফস্পিনার মেহেদি হাসান মিরাজও ব্যাটসম্যানদের অস্তস্তিতে ফেলতে পারেননি। কিন্তু তারপরও পাকিস্তানের রানের গতি খুব কম (২.৫৪)।
যত সময় গড়িয়েছে, পাকিস্তানের দুই ব্যাটসম্যান আবিদ আলি আর শফিক আব্দুল্লাহর ব্যাট ততই স্লথ হয়েছে। তারা পরাস্ত হননি তেমন। অস্বস্তি বোধও করেননি। তবে বেশিরভাগ ডেলিভারিই রক্ষণাত্মক কৌশলে খেলেছেন এবং শেষ ঘণ্টায় রান উঠেছে খুব মন্থর গতিতে।
অনেকেরই ধারণা, সেটা পাকিস্তানিদের স্ট্র্যাটেজি। তারা আজ ঠান্ডা মাথায় দেখে-শুনে খেলে বাংলাদেশের বোলারদের একটু ক্লান্ত করে কাল রান গতি বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু আবিদ আলির কথা শুনে মনে হলো, ব্যাপারটা মোটেই তা নয়।
আসলে পাকিস্তানিরা উইকেট না হারালেও পিচ তত সহজ ছিল না। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা বোলারদের দিকে চলে গেছে। আবিদ আলির কথা, ‘সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটের আচরণও বদলেছে এবং স্বচ্ছন্দে ব্যাট করা, হাত খুলে রান গতি বাড়ানো সহজ ছিল না মোটেই।’
তার ব্যাখ্যা, ‘বিকেল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সুর্যের তাপ কমে গিয়েছিল। বল পুরনো হয়ে গিয়েছিল। স্পিন করছিল। বল গ্রিপও করছিল এবং ভিতরেও আসছিল। মানে উইকেটে অনেক কিছুই হচ্ছিল। তাই আমাদের পরিকল্পনা ছিল, আমরা উইকেটেই থাকবো। আর আলগা বল পেলেই মারবো। কাল তৃতীয় দিন সকালেও আমাদের এই টার্গেটই থাকবে। সেশন টু সেশন খেলার পাশাপাশি আগে বাংলাদেশের স্কোর টপকে যাওয়া, তারপর যত বেশি রান করে বড় ব্যবধানে এগিয়ে থেকে বোলারদের কিছু করার সুযোগ তৈরি করে দিতে চেষ্টা থাকবে।’ টেস্ট ক্যারিয়ারটা খুবই ছোট। মাত্র ২৩ মাসের। এটা তার ১৫ নম্বর ম্যাচ। কিন্তু এরই মধ্যে অর্জনের ভান্ডারটাকে মোটামুটি সমৃদ্ধ করে ফেলেছেন আবিদ আলি। ২০১৯ সালে রাওয়ালপিন্ডিতে অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে শতরান (১০৯)। তারপর আর পিছন ফিরে তাকাননি। পরের টেস্টে লঙ্কানদের সাথে আবারও বিগ হান্ড্রেড (১৭৪)। আর এ বছর মে মাসে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ডাবল সেঞ্চুরি (২১৫*)।
তারপর ওয়েষ্ট ইন্ডিজের সাথে ২ টেস্টে রান পাননি (৯, ৩৪, ১, ২৯)। আর আজ বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে নেমেই শতরানের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া। মাত্র ৭ রান হলেই টেস্টে নিজের চতুর্থ শতরান পূর্ণ হবে লাহোরের এ ৩৪ বছর বয়সী ওপেনারের।
স্বাভাবিকের চেয়ে দেরিতে ৩২ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেও কিভাবে রান ক্ষুধাটা ভিতরে পুষে এগিয়ে যাচ্ছেন? আবিদ আলি নিজেই দিয়েছেন এ কৌতুহলি প্রশ্নের জবাব। জানিয়ে দিলেন, আসলে তিনি পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট খেলে খেলেই নিজেকে তৈরি করেছেন। ঘরোয়া দীর্ঘ পরিসরের ক্রিকেটে তার বেশ কিছু দীর্ঘ ইনিংস আছে। সেগুলোই সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং আন্তর্জাতিক অঙ্গনে বড় ইনিংস খেলার কার্যকর রসদ।
আবিদ আলির কথা, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট। সেখানে খেলে খেলেই আমি নিজেকে তৈরি করেছি। এখনো করছি। আমি সেখানে পাঞ্জাব-এর হয়ে অনেক খেলেছি। লম্বা লম্বা ইনিংস খেলেছি। যা আমার অনেক কাজে দিয়েছে। এতে করে আমার অনেক আস্থা বেড়েছে।’ ‘তারপর প্রতিপক্ষ বোলিংকে পর্যালোচনা করে খেলেছি। সেই যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে পাওয়া কনফিডেন্স, তা কাজে লাগিয়ে আমি মনের দিক থেকে তৈরি করেছি। কিভাবে আরও উন্নতি করা যায়। এভাবে আমি সাফল্যও পেয়েছি। আলহামদুল্লিল্লাহ।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- চেলসি বনাম পিএসজি ফাইনাল: পরিসংখ্যান, লাইভ ম্যাচ ও ভবিষ্যদ্বাণী
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- ২০২৫ সালের এসএসসি ফলাফল: ৬ লাখ ৬৬০ জন ফেল করেছে
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়