ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

৪৩ হাজার পৃষ্ঠার আবেদন দিয়েও নিবন্ধনে বাদ পড়ল এনসিপি!

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১৫ ১৭:৩১:৪৩
৪৩ হাজার পৃষ্ঠার আবেদন দিয়েও নিবন্ধনে বাদ পড়ল এনসিপি!

নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য ৪৩ হাজার পৃষ্ঠার বিশাল আবেদন জমা দিয়েছিল ন্যাশনাল কনসার্ন পার্টি (এনসিপি)। তবে এত বিশাল ডকুমেন্ট জমা দেওয়ার পরও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। নির্বাচন কমিশন জানিয়েছে, আবেদনপত্রে কিছু গুরুত্বপূর্ণ ঘাটতি রয়ে গেছে, যা পূরণ না করলে নিবন্ধনের সুযোগ মিলবে না।

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানান। তিনি বলেন, “প্রথম ধাপে ৬২টি রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হচ্ছে, যাদের মধ্যে এনসিপিও রয়েছে। যেসব দলে ঘাটতি আছে, তাদের ১৫ দিনের সময় দেওয়া হচ্ছে ত্রুটি সংশোধনের জন্য।”

ট্রাকে করে কাগজপত্র জমা দিয়েও বাঁচল না এনসিপি

এর আগে জুন মাসের শেষের দিকে একটি ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে হাজির হয় এনসিপি। সে সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেছিলেন, “নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব তথ্য ও ডকুমেন্টস আমরা নিয়ে এসেছি। আমরা আশাবাদী, সব শর্ত পূরণ করতে পেরেছি।”

কিন্তু ইসির প্রাথমিক বাছাইয়ে দেখা গেছে, দলটির জমা দেওয়া তথ্যপত্রের মধ্যে কিছু ঘাটতি রয়েছে, বিশেষ করে সংগঠনিক কাঠামো ও ভোটার সমর্থনের প্রমাণপত্র পর্যাপ্ত নয় বলে ইঙ্গিত মিলেছে।

রাজনৈতিক দলের নিবন্ধনের শর্তগুলো কী?

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, তা হলো:

দলের একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে

অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে

১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় অন্তত ২০০ ভোটারের সমর্থনের প্রমাণপত্র লাগবে

দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে গঠনতন্ত্র, ইশতেহার (যদি থাকে), বিধিমালা (যদি থাকে), লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির তালিকা, ব্যাংক হিসাব নম্বর ও সর্বশেষ স্থিতির কপি জমা দিতে হবে

আরও কাগজপত্র না দিলে বাতিল হতে পারে আবেদন

ইসি জানিয়েছে, যেসব দল এই ১৫ দিনের মধ্যে ঘাটতি পূরণ করে সংশোধিত আবেদন জমা দিতে পারবে, কেবল সেগুলোর আবেদনই পরবর্তী পর্যায়ে বিবেচনা করা হবে। তবে সময়মতো ঘাটতি পূরণ না করলে আবেদন সরাসরি বাতিল করে দেওয়া হবে।

বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা

বর্তমানে নির্বাচন কমিশনের তালিকায় নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন নিবন্ধন প্রক্রিয়ায় আরও কয়েকটি দল যুক্ত হতে পারে, তবে শর্ত পূরণই হবে মূল চাবিকাঠি।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ