আদালত গিয়ে শোক সংবাদে কান্নায় ভেঙে পড়লেন পলক

নিজস্ব প্রতিবেদক: আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যখন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, তখন কোলাহলমুখর এজলাসও যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। আবেগ থামিয়ে রাখা যায়নি। হৃদয়ের ভার বহন করতে পারেননি পলক।
বুধবার (৯ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া আবেদনটি মঞ্জুর করেন। এরপর সকাল ১০টা ২৫ মিনিটে তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে আনা হয়।
তবে এই আদালত পলকের জন্য শুধু আইনের মুখোমুখি হওয়ার জায়গা ছিল না—সেখানে তার সামনে খুলে গিয়েছিল এক গভীর শোকের জানালা। আইনজীবীর সঙ্গে কথা বলার পর তিনি জানতে পারেন, তার নির্বাচনী এলাকা নাটোরে একে একে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী।
খবরটি যেন বজ্রাঘাত হয়ে এসে আঘাত হানে তার হৃদয়ে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সেই রাজনীতিক, যিনি একসময় তরুণ প্রজন্মের কাছে ছিলেন অনুপ্রেরণার প্রতীক, সেই মানুষটিই আর নিজেকে ধরে রাখতে পারেননি। ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরেছে তার চোখ থেকে। বিচারপ্রাঙ্গণ এক অদৃশ্য বেদনাবিলাপে আচ্ছন্ন হয়ে পড়ে।
পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জানান, “আদালতে এসে পলক তার এলাকার ঘনিষ্ঠ কয়েকজনের মৃত্যুর খবর পান। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এমন কিছু মানুষকে হারানোর খবর শুনে তিনি আবেগ সামলাতে পারেননি।”
এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুনাইদ আহমেদ পলককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে এসব মামলার তদন্ত চলমান।
জুনাইদ আহমেদ পলক ছিলেন প্রযুক্তিবান্ধব রাজনীতির অন্যতম মুখ। তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে ওঠা এই নেতা এখন কঠিন সময়ের মুখোমুখি। কিন্তু বুধবার আদালতে দেখা গেল তার আরেক পরিচয়—একজন মানুষ, যিনি শোক আর স্মৃতির ভারে চোখের জল লুকাতে পারেননি।
বিচারপ্রক্রিয়ার পথ যত দীর্ঘই হোক, এদিনের অশ্রুবিন্দুগুলো হয়তো ইতিহাসে থেকে যাবে একটি অন্য রকম মুহূর্ত হিসেবে—রাজনীতি, শোক ও মানবিকতার মিলনবিন্দুতে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখুন স্কোর
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: পাওয়ার প্লেতে ৩ উইকেট, লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: টস শেষ, লাইভ দেখবেন যেভাবে
- দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা আসছে ডিভিডেন্ড
- শেয়ারবাজারের নীরব বিপ্লব: বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসি!
- শেয়ারবাজারে শৃঙ্খলা: বিএসইসি চেয়ারম্যানের ৭টি সাহসী পদক্ষেপ!
- বোর্ড সভার তারিখ ঘোষণা করলো ৩ কোম্পানি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ইংল্যান্ড নারী বিশ্বকাপ ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন
- আফগানিস্তানকে নাকানি-চোবানি খাইয়ে সিরিজে স্পিনার হলেন ম্যান অফ দ্যা সিরিজ!
- ৭ শেয়ারে বিনিয়োগকারীদের ঢল