ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সাকিব না থাকায় সফল তাইজুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৮ ২০:৪০:৪২
সাকিব না থাকায় সফল তাইজুল

চোটের কারণে চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না দলের সেরা স্পিনার সাকিব আল হাসানের। দল খেলছে দুই স্পিনার নিয়ে- তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দুইজনই টেস্টের পরীক্ষিত, তবে চট্টগ্রাম টেস্টে মিরাজের চেয়ে কয়েকগুণ বেশি আলো ছড়ালেন তাইজুল।

সাকিবের অনুপস্থিতিতে তাইজুলের কাজটা ‘কঠিন’ হয়ে ওঠেনি, তা তো স্পষ্ট ৭ উইকেট শিকার করা বোলিং ফিগারেই। তবে কাজটা যে ভীষণ দায়িত্ববোধের, তা স্পষ্ট তাইজুলের পরিণত কথাতেই।

তিনি বলেন, ‘শুধু আজকেই না, আগেও সাকিব ভাইকে ছাড়া অনেকগুলো ম্যাচ খেলেছি। সাকিব ভাই থাকলে আমার ভূমিকা একরকম হয়, না থাকলে আরেকরকম হয়। এমন হওয়াই স্বাভাবিক। সাকিব ভাই বাংলাদেশ দলকে অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। সফল একজন ক্রিকেটার।’

সাকিবের অনুপস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বোলার সত্ত্বার ভূমিকা পালন করতে গিয়েই তাইজুল কাঁপিয়ে দিয়েছেন পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে। তিনি বলেন, ‘সাকিব ভাই না থাকলে তার ভূমিকা আমাকে পালন করতে হয়। রান আটকানোর একটা চাপ থাকে, উইকেট নেওয়ারও একটা চাপ থাকে। এই ভুমিকাই পালন করছি আরকি- উইকেটও নিতে হবে, রানও করতে হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ