ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

চমক দিয়ে নতুন করে দুই জনকে নিয়ে ২য় টেস্ট ম্যাচের ২০ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ৩০ ১৮:২৭:৩৪
চমক দিয়ে নতুন করে দুই জনকে নিয়ে ২য় টেস্ট ম্যাচের ২০ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

এবারের অন্তুর্ভুক্তিতে বড় চমক নাইম শেখ। জাতীয় দলের হয়ে টি-২০ ফরম্যাটে নিয়মিত মুখ হলেও এর আগে কখনো টেস্ট খেলেননি তিনি। ফলে অভিষেক হলে তিনি হবেন সাদা পোশাকে বাংলাদেশের ৯৯তম খেলোয়াড়।

মূলত টপ অর্ডারের ব্যর্থতাই নাইমকে এই সুযোগ করে দিয়েছে। টি-২০ ফরম্যাটে তার প্রশ্নবিদ্ধ ধীর ব্যাটিংও এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। তবে টেকনিকে ভয়ংকর দুর্বল এই ব্যাটার সুযোগ পেলেও সাদা পোশাকে কতটা সাফল্য পাবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, মাহমুদল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাইম শেখ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ